ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের প্রধান কৌশলবিদের দাবি

নয়া রাজনৈতিক ব্যবস্থা শুরু

প্রকাশিত: ০৪:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নয়া রাজনৈতিক ব্যবস্থা শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন বলেছেন যে, ট্রাম্পের নির্বাচনী বিজয় এক নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা করেছে। ব্যানন অর্থনৈতিক জাতীয়তাবাদের সমর্থনে ব্যাপক ও কখনও কখনও ভিন্ন মতের লোকজনকে একতাবদ্ধ করার সংকল্প ব্যক্ত করেছেন। তিনি কনজারভেটিভদের এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। খবর বিবিসি অনলাইনের। তিনি বলেন, আমরা এক কৃষ্টিসম্পন্ন জাতি এবং আমাদের টিকে থাকায় যোগ্যতা রয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট আর এজেন্ডা বাস্তবায়নে দৃঢ় সংকল্প। তিনি বলেন, আমি বলেছি যে, এ থেকে এক নতুন রাজনৈতিক ব্যবস্থা এখনও গড়ে ওঠেছে। বেইটবার্ট নিউস নেটওয়ার্কের সাবেক এডিটর ব্যানন বৃহস্পতিবার কনজারভেটিভ পলিটিক্যাল এ্যাকশন কনফারেন্সে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় হোয়াইট হাউসের চীফ অব স্টাফ রিন্স প্রিবাসও ভাষণ দেন। কনফারেন্সে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও ভাষণ দেয়ার কথা। প্রিবাস বলেন, সত্য কথা হলো, ট্রাম্প দলকে এবং কনজারভেটিভ মুভমেন্টকে ঐক্যবদ্ধ করেছেন। আমি আপনাদের বলছি, যদি পার্টি ও কনজারভেটিভ মুভমেন্ট ঐক্যবদ্ধ হয়, তবে একে প্রতিরোধ করা যাবে না। রিপাবলিকান পার্টির সাবেক নেতা ব্যানন মিডিয়ার ওপর পুনরায় আক্রমণ চালান। সাংবাদিকদের বিরোধী দল বলে বর্ণনা করে তিনি বলেন, তারা সব সময়েই ট্রাম্প সম্পর্কে ভুল কথা বলে থাকে। তিনি কনফারেন্সের আয়োজক আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ম্যাট সø্যাপের উদ্দেশে বলেন, মিডিয়া যে সভা নির্বাচনী প্রচার অভিযানের কথাও সক্ষতা হস্তান্তরের কথা বর্ণনা করেছে এবং যেভাবে তারা প্রশাসনের কথা বর্ণনা করছে, তা সব সময়েই ভুল। কর্পোরেটিস্ট, গ্লোবালিস্ট মিডিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যদি আপনারা (শ্রোতারা) মনে করেন যে, তারা বিনা লড়াইয়ে আপনাদেরকে আপনাদের দেশ ফিরিয়ে দেবে, তাহলে আপনারা দুঃখজনকভাবেই ভুল করছেন। ব্যানন বলেন, ট্রাম্পের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে আমেরিকাকে অবিলম্বে সরিয়ে আনাই আধুনিক আমেরিকার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে বলে আমি মনে করি। তিনি বলেন, এটি আমাদের সার্বভৌমত্বকে আমাদের হাতে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে ব্যানন এক সীমান্ত দেয়াল নির্মাণে ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশ তুলে ধরেন এবং অভিবাসন আইন বাস্তবায়ন নীতির বিষয়টি বড় করে দেখান। তৃতীয়ত, ব্যানন প্রশাসনিক রাষ্ট্র ভেঙ্গে ফেলার কাজ শুরু করতে ট্রাম্পের পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন। এ পদক্ষেপের আওতায় ট্রাম্প কেবিনেটের বড় বড় অর্থনৈতিক পদে বেসরকারী খাত থেকে লোকজনকে নিয়োগ করছেন। তারা ফেডারেল রেগুলেশনগুলো সঙ্কুচিত করতে সহায়তা করবেন। প্রিবাস ব্যাননকে ‘অবিশ্বাস্যভাবেই অনুগত’ ও ‘অত্যন্তঅটল’ বলে অভিহিত করেন। তার ব্যানন প্রিবাসের দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। যদিও প্রিবাস ও ব্যানন বৃহস্পতিবার নিজেদের ঐক্যবদ্ধ বলে দেখানোর চেষ্টা করেন, তবুও ব্যানন স্বীকার করেন যে, তারা সর্বসময়েই একমত নন। সেজন্যই তারা ভাল অংশীদার হতে পেরেছেন বলে ব্যানন দাবি করেন। ব্যানন গত সপ্তাহে ‘দি হিল’ পত্রিকাকে বলেন যে, প্রিবাস এক বিস্ময়কর কাজ করছেন। ব্যানন বলেন, আমরা রেকর্ড সময়ের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করছি। কারণ রিন্স কাজ করিয়ে নিচ্ছেন। সাক্ষাতকারে প্রিবাস একই কথার প্রতিধ্বনি করে বলেন, আমরা সম্পূর্ণভাবেই এক ঐক্যবদ্ধ টিম, যা ট্রাম্পের কর্মসংস্থানের সুযোগ ফিরিয়ে আনা এবং এ দেশকে নিরাপদ রাখার সাহসী এজেন্ডা বাস্তবায়নে আত্মনিবেদিত।
×