ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে কারেন্ট জাল পলিথিন জব্দ

প্রকাশিত: ০৪:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

লৌহজংয়ে  কারেন্ট  জাল  পলিথিন  জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট এলাকা থেকে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ৫ লাখ ২০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯০ মণ পলিথিন জব্দ করেছে মাওয়া কোস্টগার্ডের একটি টিম। বাংলাদেশ কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মোঃ ইব্রাহিম খলিল জানান, শিমুলিয়াঘাট এলাকা থেকে আমাদের একটি দল চন্দ্রের বাড়ি যাওয়ার পথে খুলনাগামী একটি বাসের লকার থেকে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল রাস্তায় ফেলে চলে যায়। এ সময় কোন লোক এগুলো নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন নিতে না আসায় আমাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে এগুলো জব্দ করি। তবে গাড়িটি শনাক্ত করা যায়নি। জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিনের পরিমাণ ও ওজন ৫ লাখ ২০ হাজার মিটার জাল ও পলিথিন ৯০ মণ । ইব্রাহিম খলিল আরও বলেন, পরিবেশ অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে পলিথিনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা মৎস্য অফিসারের সামনে বেলা এগারোটার দিকে মাওয়া এলাকা সংলগ্ন নদীরপারে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
×