ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিয়েনায় জাতিসংঘ দফতরে মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ০৪:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ভিয়েনায় জাতিসংঘ  দফতরে মাতৃভাষা  দিবস পালন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘ দফতরে মঙ্গলবার পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভিয়েনায় জাতিসংঘ দফতরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান প্রায় তিন ঘণ্টা চলে। অনুষ্ঠানে ভিয়েনায় জাতিসংঘ দফতরে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, জাতিসংঘে নিযুক্ত ৫০ দেশের স্থায়ী প্রতিনিধিসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। এছাড়া সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, শাহ মোঃ ফরহাদ, আকতার হোসেন, রুহী দাস সাহা, এমরান হোসেন, বখতিয়ার রানা, রবিন মোঃ আলী, মোশারফ হোসেন আজাদ, সিরাজ চৌধুরী, নয়ন হোসেন, ইয়াসিম মিয়া বাবু, সাইদ শেখ, সামছুল হুদা চৌধুরীসহ শতাধিক প্রবাসী বাংলাদেশীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব মালিহা শাহজাহান। Ñবিজ্ঞপ্তি।
×