ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯৭২ সাল থেকেই আওয়ামীলীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ০২:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

১৯৭২ সাল থেকেই আওয়ামীলীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে:  মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ নির্বাচনী সহায়ক সরকারের রুপ রেখা দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি, এর লক্ষ্যে কাজ চলছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের কড়া সমালোচনা করে বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল নয়। আওয়ামীলীগই সন্ত্রাসী দল, তাদের দোষর জাতীয়পার্টিও সন্ত্রাসের সাথে জড়িত। তাদের লোকই এমপি লিটন হত্যা ঘটনায় জড়িত হয়ে আটক হচ্ছে, অস্ত্র উদ্ধারও হচ্ছে। এতেই বোঝা যায় সন্ত্রাসী কারা। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগ কি এতোই দেউলিয়া হয়ে গেল যে, নোংরামি করে বিএনপিকে মামলা দিয়ে প্রতিপক্ষকে ঠেকাতে হবে। গোটা বংলাদেশ জুড়ে জনগনকে অস্থির অসহায় অবস্থার মধ্যে ফিলে দিয়েছে। আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করছে। এজন্য তারা আর কারো কথা শুনছেনা। তিনি শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের সালাম গেষ্ট হাউজে জেলা বিএনপি আয়োজিত দেশের চলমাল রাজনৈতিক প্রেক্ষাপটে নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, নির্বাচন কমিশন জনগনের আশা পূরণ করেনি। আমরা হতাশ হয়েছি। আমরা গনন্ত্রনে বিশ্বাস করি। আমরা নিবার্চনের মাধ্যমেই সরকারের পরিবর্তন দেখতে চায়। নির্বাচন কালিন সময়ে যদি কোন নিরপেক্ষ বা সহায়ক সরকার না দেওয়া হয় তবে নির্বাচন কোনদিন নিরপেক্ষ হবে না। তিনি আরো বলেন, কানাডার কোন এক আদালতে বিএনপিকে সন্ত্রাসী বলে রায় দিয়েছে। এতে আওয়ামীলীগ মহা খুশি। এ নিয়ে পার্লামেন্টে তারা বলেছে “বিএনপিকে সন্ত্রাসী সংগঠন ঘোষনা দিয়ে বিএনপির নিবন্ধন বাতিল করা হোক”। সন্ত্রাস যদি কেউ করে থাকে এবং সন্ত্রাসী যদি কেউ শিখিয়ে থাকে সেটা আওয়ামীলীগ করে আসছে সেই ১৯৭২ সাল থেকে। ৭২ থেকে ৭৫ পর্যন্ত ক্ষমতায় থেকে তারা জনগনের উপর যে অত্যাচার করেছে, দেশে যে সন্ত্রাস চালিয়েছে মানুষ তা ভুলে নাই। আজকে আবার তারা নিজেরা মারা মারি করছে, বন্ধুক যুদ্ধে লিপ্ত হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ সারা দেশে সন্ত্রাসী কর্মকান্ডে মেতে উঠেছে। তারা নিজেরাই সন্ত্রাস করে অন্যের ঘাড়ে চাপাতে চায়। যা দেশের মানুষ আর বেশি দিন সহ্য করবে না। আওয়ামীলীগ নিজে নিজেরাই এখন মারামারি করে মরছে। এই আওয়ামীলীগ ৩০ হাজার কৃষক যুবককে হত্যা করেছে। আওয়ামীলীগ সন্ত্রাস করে এবং বিএনপি কোনদিন সন্ত্রাস করে না, এটাই সত্য। কানাডার ওই রায়ের সাথে বাংলাদেশ বিএনপির কোন সম্পর্ক থাকতে পারে না। সভায় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ। এ সময় জেলা, থানা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×