ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিলেটের বাড়িতে ফিরেছেন খাদিজা

প্রকাশিত: ২৩:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

সিলেটের বাড়িতে ফিরেছেন খাদিজা

অনলাইন ডেস্ক ॥ ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা শেষে খাদিজা বেগম নার্গিস সিলেটের বাড়িতে ফিরেছেন। শুক্রবার দুপুর একটার দিকে বিমানে করে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খাদিজা। এর আগে সকাল ৯টায় খাদিজাকে তার স্বজনদের হাতে তুলে দেন চিকিৎসক ডা.সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডা.সাঈদ উদ্দিন হেলাল জানান, খাদিজা বাড়িতে ফিরে আবারও পড়াশুনা শুরু করবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। দুপুরে বিমানবন্দর থেকে বাড়িতে ফিরে খাদিজার বড় ভাই শাহিন আহমেদ বলেন, খাদিজার পুরোপুরি সুস্থ হতে আরও অনেক সময় লাগতে পারে। তবে এখন সে অনেকটা ভাল আছে। খাদিজা বাড়িতে ফেরায় আমরা সবাই খুশি। তিনি আরও জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হবে খাদিজা। উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজে পরীক্ষা দিতে যাওয়া খাদিজাকে ক্যাম্পাসে নির্মমভাবে কোপায় ছাত্রলীগ নেতা (বর্তমানে বহিষ্কৃত) বদরুল আলম। এতে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা দেওয়ার পর ২৮ নবেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয়। অন্যদিকে হামলার পর শিক্ষার্থীরা বদরুলকে পুলিশে দেয়। এ ঘটনায় দায়ের মামলায় বদরুল বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে। ইতিমধ্যে এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। খাদিজার ওপর হামলার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
×