ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমেরিকায় হত ভারতীয় ইঞ্জিনিয়র

প্রকাশিত: ১৯:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

আমেরিকায় হত ভারতীয় ইঞ্জিনিয়র

অনলাইন ডেস্ক ॥ দেশ ছাড়ার হুমকি দিয়ে একের পর এক গুলি চালিয়ে খুন করা হল এক ভারতীয় ইঞ্জিনিয়রকে। গুরুতর আহত আরও এক ভারতীয়-সহ দুই। আমেরিকার কানসাসে ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। জানা গিয়েছে, বছর বত্রিশের শ্রীনিবাস কুচিভোতলা হায়দরাবাদের বাসিন্দা। কানসাসের গার্মিন ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন তিনি। বুধবার রাতে অলোক মাদাসানি নামের এক বন্ধুর সঙ্গে কানসাসের ওলাথের স্থানীয় এক পানশালায় গিয়েছিলেন শ্রীনিবাস। অলোকও পেশায় ইঞ্জিনিয়র। সূত্রের খবর, স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ওই পানশালায় যান শ্রীনিবাস ও অলোক। হঠাৎই এক ব্যক্তি পানশালায় ঢুকে তাঁদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। ‘মধ্য প্রচ্যের মানুষ আমার দেশ থেকে বেড়িয়ে যাও’ বলে বারবার চিৎকার করছিলেন ওই ব্যাক্তি। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মার্কিন মেরিন অ্যাডাম পুরিনটন নামের ওই ব্যক্তির ছোড়া গুলিতেই মৃত্যু হয় শ্রীনিবাসের। গুরুতর জখম হন অলোকও। তাঁদের বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন স্থানীয় বাসিন্দা, ল্যান গ্রিলট। আশঙ্কাজনক অবস্থায় অলোক ও গ্রিলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পাঁচ ঘন্টা পর মিসৌরি এলাকা থেকে গ্রেফতার করা হয় অ্যাডামকে। শ্রীনিবাসের দেহ ভারতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় টুইট করে শ্রীনিবাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে অ-মার্কিনদের প্রতি একের পর এক হামলার ঘটনা ঘটছে। নয়া অভিবাসন নীতি আদালতে ধাক্কা খেলেও পিছিয়ে আসার সম্ভাবনাই দেখা যাচ্ছে না ট্রাম্পের মধ্যে। এই ঘটনার সঙ্গে চলতি অভিবাসন বিতর্কের যোগ রয়েছে বলে মনে করছেন অনেকে। হায়দরাবাদের জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতক হন শ্রীনিবাস। এরপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন টেক্সাসে। সেখানকার পাঠ চুকিয়ে ২০১৪ সালে ক্যানসাসের এই জিপিএস কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন শ্রীনিবাস। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×