ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনের আগে ধোঁয়াশা সৃষ্টি করতে সরকার ষড়যন্ত্র করছে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচনের আগে ধোঁয়াশা সৃষ্টি করতে সরকার ষড়যন্ত্র করছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কানাডার একটি আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তার পেছনে সরকারের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করতে বিভিন্ন গণমাধ্যমে এসব সংবাদ প্রকাশ করে নাটক সাজাচ্ছে ক্ষমতাসীনরা। রিজভী বলেন, কানাডার আদালতের রায় পড়ে যেটুকু বুঝেছি, এটা সম্পূর্ণ চক্রান্তমূলক নাটকের অংশ। আমরা মনে করি, এটি বর্তমান সরকারের একটি উদ্দেশ্যপ্রণোদিত বিষয় এবং নাটক সাজাতে ওইভাবে তথ্যপ্রমাণ সরবরাহ করেছে। বিএনপি এই রায়ের বিষয়ে কানাডার উচ্চ আদালতে যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আমরা দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বলতে পারব। রিজভী বলেন, সরকার প্রভাবিত মিডিয়ায় আমরা যেভাবে সংবাদটি দেখেছি, কানাডার যে অনলাইনে এসেছে আমরা সেটাও দেখেছি। কানাডার যে অনলাইনে রায় নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি করেছে শওগাত আলী সাগর। তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারা কানাডায় বসে পরিকল্পনা করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের চক্রান্তের জাল তৈরি করছেন এটা স্পষ্ট। কানাডার আদালত ২৫ জানুয়ারি ওই রায় দিলেও এতদিন পরে কেন তা নিয়ে খবর হচ্ছে এ নিয়ে প্রশ্ন রয়েছে। হঠাৎ করে আমরা এর প্রচার দেখতে পেলাম, বিশেষ করে ক্ষমতাসীনদের মিডিয়ায় এটা প্রচার করার ধুম পড়ে গেছে। কানাডার রায়ের একটি অংশের বক্তব্য তুলে ধরে রিজভী বলেন, বিরোধী দলের একজন ছেলে স্বেচ্ছাসেবক দলের কর্মীর কথা বলা হচ্ছে, সে তার আবেদনে কী বিএনপির বিরুদ্ধে বলবে? সে তো আবেদনে বলবে আমি বাংলাদেশে একটা প্রতিকূলতার মধ্যে আছি, হয়রানি হচ্ছে, মামলা হচ্ছে, টর্চার হতে পারে, কিলিংয়ের শিকার হতে পারে। সে বিএনপির বিরুদ্ধে বলবে কেন? এজন্যই মনে হচ্ছে, এটা একটা সাজানো নাটকের বিষয়। কানাডার ইমিগ্রেশন বিভাগকে এভাবে ভুল তথ্য তারা দিয়েছেন, সাজানো নাটকের ভুল তথ্য দিয়েছেন এবং সেটা তারা কোর্টে নিয়ে গেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুল আউয়াল খান, মুনির হোসেন প্রমুখ। সিইসি আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ বিএনপির ওপর ক্ষুব্ধ- নজরুল ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ ও বিএনপির ওপর ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সৌদি আরব শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×