ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বলয় গ্রাস সূর্য গ্রহণ রবিবার

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বলয় গ্রাস সূর্য গ্রহণ রবিবার

আগামী রবিবার বলয় গ্রাস সূর্য গ্রহণ ঘটবে। গ্রহণটি শুরু হবে ওইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ১৬ মিনিট ০৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত আটটা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত দশটা ৩০ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত এগারোটা ৩৬ মিনিট ০০ সেকেন্ডে। তবে রবিবার বাংলাদেশে সূর্য গ্রহণ দেখা যাবে না। গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হবে ওইদিন চিলির হুয়ান ফার্নান্ডেজ দ্বীপের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর পাঁচটা ৫০ মিনিট ১৯ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫ টা ৪০ মিনিট ৩৪ সেকেন্ডে চিলির ইস্টার দ্বীপের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সর্বোচ্চ গ্রহণ হবে স্থানীয় সময় দুপুর বারোটা ৪৮ মিনিট ৩৭ সেকেন্ডে। যুক্তরাজ্যের ত্রিস্তান দ্য কুনহা দ্বীপের পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। যার সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৯৯২ এবং স্থায়িত্বকাল হবে ১ মিনিট ২২ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১৯ মিনিট ২২ সেকেন্ডে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মাওয়াদিঙ্গশু শহরের দক্ষিণ-পশ্চিমে এবং গ্রহণটি শেষ হবে গ্যাবনের এনয়ুগা শহরের উত্তরে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১৩ মিনিট ২১ সেকেন্ডে। আইএসপিআর।
×