ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচনে অগ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দেয়া হবে না ॥ ও. কাদের

প্রকাশিত: ০৭:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

আগামী নির্বাচনে অগ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দেয়া হবে না ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমাদের অনেক ভুল আছে। তা সংশোধন করতে হবে। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। নেতাদের বলব, ভুল সংশোধন করুন। আমি মন্ত্রী, আমার পাশে খারাপ লোক, তারা পার্সেন্টেজ নেয়, চাঁদাবাজি করে- এসবের দোষ পড়ে মন্ত্রী-নেতাদের ঘাড়ে। তাহলে আমি ভাল কিভাবে? তাই সবাই সংশোধন হয়ে যান, জনগণের কাছে যান। আগামী নির্বাচনে জনগণের কাছে অগ্রহণযোগ্য কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে জেলার চান্দিনা উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ স্থানীয় এমপি অধ্যাপক আলী আশরাফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম-সম্পাদক বাদল রায়, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তপন বকশী, পৌর মেয়র মফিজুল ইসলাম প্রমুখ।
×