ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতির পিতাকে শ্রদ্ধা

চেষ্টা করব আগামী নির্বাচনে যেন সব দল অংশ নেয় ॥ সিইসি

প্রকাশিত: ০৫:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

চেষ্টা করব আগামী নির্বাচনে যেন সব দল অংশ নেয় ॥ সিইসি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না, তা এখন বলা যাবে না। আমরা চেষ্টা করব, যাতে সব দল অংশ নেয়। সাংবিধানিকভাবে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই আমাদের দায়িত্ব। সব দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান নির্বাচন কশিশনারের নেতৃত্বে নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আজ আপনাদের আর কোন প্রশ্নের উত্তর দিব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার পবিত্র মাটিতে শায়িত আছেন। আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশনারগণ মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করেন এবং মাজার অভ্যন্তরে প্রবেশ করে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদত হোসেন চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, কবিতা খানম ও কমিশনের সচিব মোহম্মদ আব্দুল্লাহসহ এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদুল ইসলাম সহিদ, অতিরক্তি সচিব মোঃ মোকলেসুর রহমান, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মোস্তফা ফারুক, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোকলেসুর রহমান সরকার ও টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে লিখেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের জাতির পিতা। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাঁর আত্মার মাগফেরাত কামনার জন্য আজ আমরা টুঙ্গিপাড়ার এই পবিত্র ভূমিতে এসেছি। মহান আল্লাহ্্ তাঁকে, তাঁর পরিবারকে ও মুক্তিযুদ্ধের লাখো শহীদকে বেহেস্ত নসিব করুন। বঙ্গবন্ধুকে বেহেস্তের উচ্চতর স্থানে প্রতিষ্ঠিত করুন। মন্তব্য বহিতে অন্য কমিশনারগণও স্বাক্ষর করেন। পরে নির্বাচন কমিশনারগণ বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সের লাইব্রেরি ভবন ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখেন। বিকেল ৩টায় তাঁরা গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
×