ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

জাতীয় নাট্যশালায় সমধারা কবিতা উৎসব পালিত

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় নাট্যশালায় সমধারা কবিতা উৎসব পালিত

স্টাফ রিপোর্টার ॥ কবিতা পাঠ, কাব্যগ্রন্থ প্রকাশ আর সম্মাননা প্রদানের মধ্যদিয়ে পালিত হয় ‘ইসলামী ব্যাংক সমধারা কবিতা উৎসব’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলা সাহিত্য ভা-ার সমৃদ্ধ করার প্রয়াসে একুশ শতকের কবিদের মূল্যায়ন করার লক্ষ্যে তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করে সাহিত্যের কাগজ সমধারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি হেলাল হাফিজ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ। এবারের উৎসবে ‘সমধারা সাহিত্য পুরস্কার ২০১৭’ প্রদান করা হয় কবি নির্মলেন্দু গুণকে। কবি মুহম্মদ নূরুল হুদার উৎসব উদ্বোধন করার কথা থাকলেও তিনি বিদেশে থাকার কারণে তার পক্ষে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমধারা সম্পাদকম-লীর সভাপতি কবি কাইয়ূম নিজামী। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, কবি হওয়া কঠিন কাজ। আমি এ কঠিন কাজ করতে নারাজ। কবিরা কবিতা লিখে আনন্দ পান, জীবন উপভোগ করেন আর আমি কবিতা পড়ে আনন্দ পাই, জীবন উপভোগ করতে চাই। কবিতার ভেতর আমরা এক মানবিক সমাজ পাই। কবিরা দুর্নীতিবাজ হতে পারে না। তারা মানুষের মনে কষ্ট দিতে পারে না। নতুন ও তরুণ লেখকদের উৎসাহ দিতে সমধারা ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা একটি ইতিবাচক বাংলাদেশ গড়তে চাই। এ কাজটি করতে তরুণদের প্রাণশক্তিকে একুশের চেতনায় দীক্ষিত করতে হবে। কারণ, একুশ আমাদের প্রতিনিয়ত সাহসী হবার, দেশপ্রেমিক হবার অনুপ্রেরণা যোগায়। শুরুতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন। এর পর কবি নির্মলেন্দু গুণের হাতে ‘সমধারা সাহিত্য পুরস্কার ২০১৭’ সম্মাননা মূল্যমান ২৫ হাজার টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় কবি নির্মলেন্দু গুণ বলেন, সব সম্মাননাই আনন্দের এবং কাজের গতিকে আরও বাড়িয়ে তোলে। কিছুদিন ধরে আমি পুরস্কার বেশি পাচ্ছি। কবিতার মধ্য দিয়ে মানবজাতির ইতিহাসকে উপলব্ধি করা শ্রেয়। পরে তিনি ভাষা শহীদদের ওপর লেখা নিজের দুটি কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি মহিদুল আলম, মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। উৎসবে দু’শ’ কবির নির্বাচিত দু’শ’ কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা’ নামে একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্বে রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ দাশসহ ১০ কবির কবিতা নিয়ে বৃন্দ প্রযোজনা ‘তোমাকে ভালবাসি বলে’ পরিবেশিত হয়। শাহ্ আবদুল করিম লোক উৎসব শুরু হচ্ছে ৩ মার্চ ॥ একুশে পদকপ্রাপ্ত লোকগানের কিংবদন্তি শিল্পী শাহ্ আবদুল করিম। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়েওঠা এই গুণী ব্যক্তিত্ব একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। প্রয়াত এ বাউল শিল্পীর একশ’ একতম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ের উজানধলে ‘শাহ্ আবদুল করিম লোক উৎসব ২০১৭’ শুরু হচ্ছে ৩ মার্চ। দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে বাউলসম্রাট শাহ্ আবদুল করিম পরিষদ। এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে বেকারি পণ্যের ব্রান্ড অলটাইম এবং সহযোগিতায় থাকছে প্রাণ পটেটো ক্র্যাকার। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত শাহ্ আবদুল করিমের পুত্র ও পরিষদের সভাপতি শাহ্ নূর জালাল, অলটাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, প্রাণ পটেটো ক্র্যাকারের ব্রান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন। অলটাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম বলেন, প্রয়াত বাউল শাহ্ আবদুল করিমের কর্মকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।
×