ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রথমবারের মতো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

খোলা প্রাঙ্গণে বাঘ হরিণের ভাস্কর্য, খাবারের স্টল

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

খোলা প্রাঙ্গণে বাঘ হরিণের ভাস্কর্য, খাবারের স্টল

স্টাফ রিপোর্টার ॥ ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ সেøাগান সামনে রেখে সারা দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭। একই সঙ্গে পাঁচ দিনব্যাপী চলমান সেবা সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে রাজধানীর খামারবাড়ীতে শুরু হয়েছে প্রাণিসম্পদ বিষয়ক মেলা। মেলা ও চলমান এই কর্মসূচীতে প্রাণিসম্পদ বিষয়ক প্রতিটি অফিসে পশু চিকিৎসা ও ভ্যাকসিন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন সাধারণ জনগণ। এই সেবা সপ্তাহ শেষ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালিত হচ্ছে। কেন্দ্রীয়ভাবে আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামের খোলা প্রাঙ্গণে আয়োজিত মেলা ঘুরে দেখা গেছে, প্রাঙ্গণের চারদিক ও সম্মুখের রাস্তাও সেজে উঠেছে ব্যানার ফেস্টুনে। ঠিক মধ্যখানে বাঘ, হরিণ, দোয়েল ও বকসহ নানা প্রাণীর ভাস্কর্য শোভা পাচ্ছে। এছাড়া স্টলগুলোতে জানানো হচ্ছে প্রাণীর রোগ সম্পর্কিত নানা তথ্য। মিল্ক ভিটার স্টলে বিক্রি হচ্ছিল দুধ, আইসক্রিম, রসমালাই ও মাখন। খাবারের একটি স্টলে খাওয়ানো হচ্ছিল বিনামূল্যে। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। পরে তিনি মেলার কয়েকটি স্টলও ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সুষম খাবার নিশ্চিত করতে হবে। আমরা ২০১৮ সালের মধ্যে দেশের সবাইকে মাছ-ভাত খাওয়াব, ২০১৯ সালের মধ্যে দুধ-ভাত এবং ২০২০ সালের মধ্যে সবাইকে মাংস-ভাত খাওয়াতে পারব বলে আমাদের প্রত্যাশা। তিনি বলেন, মাছ রফতানিতে বাংলাদেশ চতুর্থ অবস্থানে। গরিব খামারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সে জন্য প্রধানমন্ত্রী ৫ শতাংশ সুদে এ খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশ প্রাচ্যের নিউজিল্যান্ড হতে চলছে মন্তব্য করে মন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের একটি টিম নবেম্বরে দেশে এসেছিলেন। তারা কথা দিয়ে গেছে শীঘ্রই বাংলাদেশের সঙ্গে ডেইরি শিল্পের বিকাশ নিয়ে কাজ করবেন। এটা হলে দুধে বিপ্লব ঘটবে। এর ফলে বঙ্গবন্ধুর স্বপ্ন মাছে ভাতে বাঙালী কথার বাস্তবায়ন না হলেও প্রধানমন্ত্রীর স্বপ্ন দুধে ভাতে বাঙালী কথাটি বাস্তবায়িত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক, উপ-পরিচালক ডাঃ মোঃ মেহেদি হোসেন, প্রফেসর ড. আব্দুল জব্বার প্রমুখ। দেশে প্রথমবারের মতো আয়োজিত প্রাণিসম্পদ বিষয়ক মেলায় সরকারী-বেসরকারী পর্যায়ের ৭০ এর অধিক স্টল রয়েছে। স্টলগুলোতে প্রাণিসম্পদ বিষয়ক নানা সেবা দেয়া হচ্ছে। প্রাণিসম্পদ অধিদফতরের স্টলে সেবা প্রদান করছিলেন ড. সাইদুর রহমান। এক প্রশ্নের জবাবে তিনি জনকণ্ঠকে বলেন, আমরা এখানে পশু চিকিৎসা সম্পর্কিত নানা তথ্য দিয়ে সাধারণ জনগণকে সহায়তা করছি। পশু চিকিৎসা, ভ্যাক্সিন, নমুনা, গরুর খাবার সম্পর্কেও ধারণা দিচ্ছি তাদের। একই সময়ে সাধারণ জনগণ জেলা উপজেলা পর্যায়ের অফিসগুলোতে গিয়েও এ ধরনের সেবা পাবেন। আয়োজকরা জানান, সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার, প্রাণিসম্পদ বিষয়ক মেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জেলা-উপজেলা পর্যায়েও একই ধরনের কর্মসূচী রয়েছে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। রয়েছে ডেইরি, পোল্ট্রি ও অন্যান্য খাতে বেসরকারী পর্যায়ে নারী উদ্যোক্তারা মধ্য থেকে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচন ও পুরস্কার প্রদানের মতো আয়োজকও।
×