ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ

জুভেন্টাসের জয়, লিচেস্টারের হার

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

জুভেন্টাসের জয়, লিচেস্টারের হার

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে জুভেন্টাস ও সেভিয়া। বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক পর্তুগীজ ক্লাব এফসি পোর্তোকে। আরেক ম্যাচে স্প্যানিশ ক্লাব সেভিয়া ২-১ গোলে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে। ঘরের মাঠে এই ম্যাচ জিতে শেষ আটের দৌড়ে এগিয়ে থাকল সেভিয়া। আর জুভেন্টাসের সেরা আটে খেলা একপ্রকার নিশ্চিত। কেননা দ্বিতীয় লেগের ম্যাচটি তারা খেলবে নিজেদের মাঠ টুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। দু’দলেরই দ্বিতীয় লেগের ম্যাচ হবে আগামী ১৪ মার্চ। একঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলা পোর্তো শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। ১৯৯৩ সালের পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগে এই প্রথম ইতালির কোন দলের কাছে হারলো পর্তুগালের দল পোর্তো। ম্যাচের প্রথমার্ধে জুভেন্টাসের সঙ্গে সমানতালে লড়াই করে পোর্তো। কিন্তু একজন কম হওয়ার পর দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে তারা। ম্যাচের ২৩ মিনিটে প্রথম সুযোগ পায় জুভেন্টাস। গঞ্জালো হিগুয়াইনের কাছ থেকে বল পেয়ে দ্রুতগতির শট নেন পাওলো ডিবালা। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। অনেকটা অহেতুক ফাউলে তিন মিনিটের মধ্যে দুই হলুদ কার্ড দেখে ম্যাচের ২৭ মিনিটে মাঠ ছাড়েন পোর্তোর আলেক্স টেলেস। প্রথমার্ধের বাকি সময়ে নিজের সামর্থ্যরে পরীক্ষা দিয়ে যেতে হয় স্বাগতিক গোলরক্ষক ইকার কাসিয়াসকে। ৩৫ মিনিটে কোন মতে ঝাঁপিয়ে ঠেকান মিরালেম পিয়ানিচের শট। দুই মিনিট পর একটুর জন্য লক্ষ্যে থাকেনি সামি খেদিরার হেড। ৪৩ মিনিটে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ হিগুয়াইনকে হতাশ করেন ক্যাসিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে দিবালার শট ফেরানোর কোন সুযোগই ছিল না তার। কিন্তু বল পোস্টে লেগে বাইরে গেলে বেঁচে যায় স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করেও পোর্তো জমাট রক্ষণ ভাঙ্গতে পারছিল না জুভেন্টাস। ৭০ মিনিটে বদলি ফরোয়ার্ড মার্কো পিয়াটসা ভাঙ্গেন স্বাগতিকদের প্রতিরোধ। ডায়নামো জাগরেভ থেকে আসা ক্রোয়েশিয়ান উইঙ্গারের প্রথম গোলে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। পিয়াটসার মতো মাঠে নামার পরপরই গোল পান দানি আলভেসও। প্রতিপক্ষের মাঠে তেমন কোন পরীক্ষায় পড়তে হয়নি জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে। আরেক ম্যাচে র‌্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে হারিয়েছে সেভিয়া। স্প্যানিশ দলটির হয়ে একটি করে গোল করেছেন পাবলো সারাবিয়া ও জোয়াকিন কোরেরা। ফক্সদের হয়ে সান্ত¡নার গোলটি করেছেন জিমি ভার্ডি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৮ মিনিট পর লিচেস্টারের হয়ে ফের গোলের দেখা পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার।
×