ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেরাদের মধ্যে অন্যতম রস টেইলর

প্রকাশিত: ০৫:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

সেরাদের মধ্যে অন্যতম রস টেইলর

স্পোর্টস রিপোর্টার ॥ অভিজ্ঞ রস টেইলর আবারও টি২০ দলে খেলার সুযোগ পেলেন না। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে বাদ পড়েছিলেন, খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টি২০ ম্যাচেও। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন নিজেই টেইলরের টি২০ ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তবে এ কোচ দাবি করেছেন টেইলর ওয়ানডে ক্রিকেটে বিশ্বে সর্বকালের সেরাদের কাতারে অন্যতম একজন। ক্রাইস্টচার্চে শতক হাঁকিয়ে নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডধারী হয়ে গেছেন টেইলর। ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি ছিল সেটা। তিনিই একমাত্র কিউই ব্যাটসম্যান যার সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধেই শতক আছে। এর মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে দ্রুত ৬০০০ রানের মাইলফলকও পেরিয়েছেন। ব্ল্যাক ক্যাপসের পক্ষে মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে অভিজ্ঞ এ ব্যাটসম্যান এখন পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে অপরিহার্য হলেও টি২০ ফরমেটে সাম্প্রতিক সময়ে উপেক্ষিত। এবার সফরকারী প্রোটিয়াদের বিরুদ্ধে একমাত্র টি২০ ম্যাচেও খেলার সুযোগ না পেয়ে দারুণ হতাশা ব্যক্ত করেছিলেন তিনি। কিন্তু কোচ হেসন এতকিছুর পরও ক্ষুদ্রতম এ ফরমেটে টেইলরের ভবিষ্যত সম্পর্কে অনিশ্চয়তা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি তিনি সবসময়ই অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ও আলোচিত। তার রেকর্ডই বলছে তাকে ওই ক্যাটাগরিতে রাখা উচিত। আমরা সবাই খুব আনন্দিত যে রস এ ধরনের একটি রেকর্ড গড়েছেন। এটা তার প্রাপ্যই ছিল। কিন্তু টি২০ ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি কিছু বলতে পারছি না।’ ৩২ বছর বয়সী টেইলর ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। এবার হার না মানা ১০২ রান করলেন ক্রাইস্টচার্চে। এ বিষয়ে হেসন বলেন, ‘যখনই মাঠে নামেন রস সবসময় তার লক্ষ্য থাকে বড় স্কোর করার। আর এ কারণেই ওয়ানডে ক্রিকেটে তিনি আমাদের জন্য খুবই মূল্যবান একজন ক্রিকেটার। ওয়ানডে ফরমেটে তিনি আমাদের সবসময়ই অন্যতম মূল পছন্দের ব্যাটসম্যান। আগামী ১২ মাসে আমাদের অনেক ওয়ানডে ম্যাচের চাপ নিতে হবে। এ পর্যায়ে তার মতো ব্যাটসম্যান আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।’ সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজেকে প্রমাণের একটা সুযোগ এখন টেইলরের। কারণ তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে সবসময়ই বেশ বাজে নৈপুণ্য দেখিয়েছেন টেস্ট ক্রিকেটে। সর্বশেষ ৭ টেস্টে কোন শতক বা অর্ধশতক ছাড়া মাত্র ২৪.২২ গড়ে রান করেছেন তাদের বিরুদ্ধে। যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই সবচেয়ে বাজে। শুধু দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন টেস্ট সেঞ্চুরি নেই টেইলরের। এ বিষয়ে হেসন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি হাঁকানোর বিষয়ে তিনি বেশ সজাগ আছেন। আমার মনে হয় এবার সেটা পেয়ে যাবেন। আগামী মাসেই আমরা সেটা দেখার জন্য মুখিয়ে আছি। কিন্তু সেটা পরের বিষয়, আপাতত আমরা তার বর্তমান নৈপুণ্যটা উপভোগ করতে চাই।’
×