ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কী আছে রুনির ভাগ্যে?

প্রকাশিত: ০৫:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

কী আছে রুনির ভাগ্যে?

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক যুগ ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন ওয়েন রুনি। রেড ডেভিলদের জার্সিতেই অসামান্য সব কীর্তি গড়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। কিন্তু ওল্ডট্র্যাফোর্ডে বর্তমান সময়টা খুবই বাজে কাটছে তার। ইংলিশ মিডিয়ার জোর গুঞ্জন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার খুব দ্বারপ্রান্তে চলে এসেছেন ওয়েন রুনি। বিশেষ করে দুইদিন আগে করা ক্লাবটির কোচ জোশে মরিনহোর মন্তব্যে যেন তা খুবই সুস্পষ্ট। রুনির ব্যাপারে প্রশ্ন করা হলে সাবেক রিয়াল মাদ্রিদের পর্তুগীজ কোচ বলেন, ‘এ ব্যাপারে আপনারা তাকেই জিজ্ঞেস করুন। আমি তো তার নিশ্চয়তা দিতে পারি না। আগামী সপ্তাহে আমিই এখানে থাকব কি না সেটারই তো নিশ্চয়তা নেই। তাহলে একজন খেলোয়াড় আগামী মৌসুমে এখানে থাকবে কী না তার নিশ্চয়তা আমি কিভাবে দিব?’ পোর্তো, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ কিংবা চেলসির হয়ে নিজের জাত চিনিয়েছেন জোশে মরিনহো। তবে প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব চেলসির হয়ে শেষটা কিন্তু লজ্জাজনক। বাজে পারফর্মেন্সের কারণে বরখাস্ত হয়ে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়েন তিনি। অনেক জল ঘোলা করেই চলতি মৌসুম শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পান স্পেশাল ওয়ান। আর মরিনহো ওল্ডট্র্যাফোর্ডে আসার পরই কপাল পুড়ে রুনির। আক্রমণভাগকে শক্তিশালী করতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বিশ্বস্ত জ¬াতান ইব্রাহিমোভিচকে কিনে আনেন মরিনহো। ইব্রাহিমোভিচও পর্তুগীজ কোচের আস্থার প্রতিদান দিচ্ছেন দারণভাবে। প্রিমিয়ার লীগ, লীগ কাপ, এফএ কাপ কিংবা ইউরোপা লীগ, সবধরনের প্রতিযোগিতাতেই গোল করাটাকে ভাত-মাছে পরিণত করে ফেলেছেন সাবেক সুইডিশ স্ট্রাইকার। গত সপ্তাহে ম্যানচেস্টারের হয়ে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। যা তার ক্যারিয়ারের ১৭তম হ্যাটট্রিক। কিন্তু ৩১ বছর বয়সী রুনি এ মৌসুমে নিজেকে মোটেও মেলে ধরতে পারেননি। চলতি মৌসুমে তো মরিনহোর প্রথম একাদশেই জায়গা করে নিতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাকে। এ মৌসুমে রেড ডেভিলসদের জার্সিতে রুনির গোল মাত্র পাঁচটি। তাই ইউনাইটেডের ইংলিশ অধিনায়ক রুনির পারফর্মেন্স নিয়ে শুরু হয় সমালোচনা। এছাড়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া চাইনিজ সুপার লীগের ‘ট্রান্সফার উইন্ডো’ যেন এই মুহূর্তে একটু বেশিই ভাবিয়ে তুলেছে। কেননা বুড়ো ফুটবলারদের কিনে নিয়ে আলোচনায় আসাটাও যে চীনের ফুটবলের এই সময়ের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তবে রুনির চীনে যাওয়াটা ‘পাগলামি’ হবে বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডেরই সাবেক কিংবদন্তি রয় কিন। বরং তাকে ইউরোপেই থাকার পরামর্শ দিয়েছেন কিনি। এ বিষয়ে ৩১ বছর বয়সী রুনির সাবেক সতীর্থ কিন বলেন, ‘কোনভাবেই রুনির চীনে যাওয়া উচিত হবে না। সে এখনও ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ইতালিসহ ইউরোপীয় দেশগুলোর শীর্ষ পর্য়ায়ে ফুটবল খেলার যোগ্যতা রাখে। সুতরাং চীনে যাওয়ার অর্থ হচ্ছে পাগলামি। এখনও তার বয়স মাত্র ৩১। তাই ইউরোপে কিছু করে দেখানোর মতো পর্যাপ্ত সময় এখনও তার রয়েছে।’
×