ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউরোপার শেষ ষোলোতে ম্যানইউ

প্রকাশিত: ০৫:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ইউরোপার শেষ ষোলোতে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। উয়েফা ইউরোপা লীগের দ্বিতীয় লেগে বুধবার জোশে মরিনহোর দল ১-০ গোলে হারিয়েছে সেইন্ট এতিয়েনকে। এর ফলে দুই লেগ মিলিয়ে সমষ্টিগতভাবে ম্যানইউ ৪-০ ব্যবধানে সেইন্ট এতিয়েনকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে। কেননা প্রথম লেগের ম্যাচে যে ৩-০ ব্যবধানের জয় পেয়েছিল প্রিমিয়ার লীগের জায়ান্টরা। সেই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক গড়ে শেষ ষোলোর টিকেট আগেই প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন জ¬াতান ইব্রাহিমোভিচ। বুধবার রাতে ঘরের মাঠ স্তেদ জিওফ্রি-গুইচার্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথেয়তা জানায় এতিয়েন। কিন্তু ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। আরমেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মাখিটরিয়ানের গোলে ম্যাচের ১৬ মিনিটেই লিড পায় রেড ডেভিলসরা। কিন্তু এরপর বাকি সময়টাতে আর কেউই কোন গোলের দেখা পায়নি। যে কারণে শেষ পর্যন্ত এই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়তে হয় জোশে মরিনহোর শিষ্যদের। তবে ম্যাচের বয়স যখন ৬৩ মিনিট তখনই ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ। পরপর দু’বার হলুদ কার্ড দেখার কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় এরিক বেইলিকে। তবে বেইলিকে হারানোর প্রভাব ম্যাচে পড়তে দেয়নি পগবা-ইব্রাহিমোভিচরা। স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই নিষ্প্র্রভ ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয় তো দূরের কথা পয়েন্ট টেবিলের শীর্ষ তিনেই জায়গা মিলেনি রেড ডেভিলসদের। এমনকি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতাও হারিয়ে ফেলে প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটি। তবে ডেভিড মোয়েস-লুইস ভ্যান গালের সময়ে ইউনাইটেডের হারানো ইতিহাস ও ঐতিহ্য ফিরিয়ে আনতে মরিয়া ক্লাবটির বর্তমান কোচ জোশে মরিনহো। সেই লক্ষ্যে দারুণভাবেই এগুচ্ছেন তিনি। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপ, লীগ কাপে তার অধীনে দুর্দান্ত খেলছে ম্যানইউ। ইতোমধ্যে কমিউনিটি শিল্ডের শিরোপাও ক্লাবকে উপহার দিয়েছেন তিনি। তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে উয়েফা ইউরোপা লীগেও। বুধবার টুর্নামেন্টের রাউন্ড অব ৩২-এ সমষ্টিগতভাবে ৪-০ গোলের জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ম্যানইউ। দ্বিতীয় লেগেও জয় পাওয়ায় সন্তুষ্ট সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ কোচ। এ প্রসঙ্গে ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে ছিল। তবে প্রথম গোলই তাদের স্বপ্নকে হত্যা করে ফেলে। সবচেয়ে বড় কথা আমরা ম্যাচটি জিতেছি। আমি শিষ্যদের বলেছিলাম, আমাকে ২-০ ব্যবধানে জয় এনে দিলেও আমি তা মানব না। কারণ আমরা চাই সম্ভাব্য সবচেয়ে ভাল ফল। এই ম্যাচে আমরা অবিশ্বাস্য রকমের ভাল খেলতে পারিনি কিন্তু বল আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমার কাছে সেরা পারফর্মেন্স উপহার দিয়ে জেতাটা সবসময়ই গুরুত্বপূর্ণ।’ ইউরোপিয়ান প্রতিযোগিতায় এ নিয়ে টানা চার ম্যাচে কোন গোল হজম করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বরে প্রতিপক্ষ কোন দল তাদের জালে বল জড়াতে সক্ষম হয়েছিল। শুধু তাই নয়, স্পেশাল ওয়ানকে স্বস্তি দিচ্ছে গত চার ম্যাচে ইউনাইটেডের একটি মাত্র হার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা অপরাজেয় দল নই তা স্বীকার করে নিতেই হবে। কিন্তু রেকর্ড গড়তে পারাটা সবসময়ই ভাল ব্যাপার। গত চার মাসে একটি মাত্র ম্যাচে হারার অনুভূতিটাও সত্যি খুব ভাল। এমন পারফর্মেন্সের কারণ, আমরা একে অপরকে বিশ্বাস করি। এটাও জানি যে, আবারও একদিন আমরা হারবো। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই হারের পর আবার ঘুরে দাঁড়ানটা। সত্যি বলতে এই মুহূর্তে দল খুবই ভাল খেলছে।’ তবে মরিনহোকে এই মুহূর্তে ভাবিয়ে তুলছে টানা ম্যাচের সূচী। যা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন সাবেক চেলসির এই পর্তুগীজ কোচ।
×