ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাটে নয়, কুস্তি হবে মাটিতে!

প্রকাশিত: ০৫:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ম্যাটে নয়, কুস্তি হবে মাটিতে!

স্পোর্টস রিপোর্টার ॥ পাশের দেশ ভারতের যত কুস্তিগীর আছেন, তাদের কুস্তির শুরুটা হয় আখড়ায় এবং মাটিতে কুস্তি খেলে। স্বাধীন হবার আগে বাংলাদেশেও একসময় এরকম আখড়া ছিল বিভিন্ন স্থানে। কিন্তু নানা কারণে স্বাধীনতা অর্জনের আগেই এসব আখড়া বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ কুস্তি ফেডারেশন গঠিত হলে তাদের খেলা চলতে থাকে ম্যাটে। এবার বিভিন্ন জেলায় আখড়া সৃষ্টির লক্ষ্যে এবং সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার কুস্তি ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে মাটিতে কুস্তি। শনিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে রবিবার পর্যন্ত। আসরের নাম ‘ওরিয়েন্টাল রেসলিং চ্যাম্পিয়নশিপ।’ পৃষ্ঠপোষকতায় ওয়ালটন গ্রুপ। প্রতিযোগিতার বাজেটের দুই লাখ টাকা তারাই দিচ্ছে। প্রতিযোগিতার স্থান পল্টন উন্মুক্ত মাঠ। সেখানে ইতোমধ্যেই লম্বাকৃতির একটি মাটির (মাটি ও বালি মিশ্রিত) কোর্ট তৈরি করা হয়েছে, যার একটি ম্যাচ এবং অন্যটিতে অনুশীলন হবে। এতে অংশ নেবে চারটি সার্ভিসেস দলÑ বিজিবি, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার। পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই আটটি করে ওজন শ্রেণীতে খেলা হবে। মোট কুস্তিগীর ১২৮ (পুরুষ ৬৪ ও মহিলা ৬৪)। আজ শুক্রবার প্রতিযোগী কুস্তিগীরদের ওজন নেয়া হবে। বিজয়ী কুস্তিগীরদের পুরস্কার হিসেবে ওয়ালটন গ্রুপ হোম এ্যাপ্লায়েন্স দেবে।
×