ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুবাই ওপেনে জয়ের ধারায় ওজনিয়াকি-কারবার

প্রকাশিত: ০৫:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

দুবাই ওপেনে জয়ের ধারায় ওজনিয়াকি-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ দুবাই চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এ্যাঞ্জেলিক কারবার এবং ক্যারোলিন ওজনিয়াকি। বুধবার তৃতীয় পর্বের ম্যাচে জার্মান তারকা খুব সহজেই পরাজিত করেন পুয়ের্তোরিকোর মনিকা পুইগকে। এদিন তিনি ৬-২ এবং ৬-৩ সেটে হারান রিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী পুইগকে। দিনের অন্য ম্যাচে ক্যারোলিন ওজনিয়াকি ৩-৬, ৬-২ ও ৬-৩ সেটে হারান ইউক্রেনের ক্যাটেরিনা বোন্ডারেঙ্কোকে। ওজনিয়াকি কারবার জয়ের দেখা পেলেও টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, রাশিয়ার এলিনা ভেসনিনা এবং একাটেরিনা মাকারোভার মতো তারকারা। গত মৌসুমে দুটি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান কারবার। শুরুটা অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে করা এই জার্মান তারকা শেষ করেন ইউএস ওপেনের শিরোপা উচিয়ে ধরে। মাঝে সুযোগ এসেছিল ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিক স্বর্ণপদক জয়েরও। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ান মনিকা পুইগ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা কারবারকে হারিয়ে অলিম্পিকের ইতিহাসে কানাডাকে প্রথম স্বর্ণপদক উপহার দেন মনিকা পুইগ। বুধবার সেই মনিকা পুইগেরই মুখোমুখি হয়েছিলেন কারবার। এবার আর ছাড় দিলেন না তিনি। রীতিমতো প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই তৃতীয় রাউন্ডের বাধা পার হন কারবার। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘চেষ্টা করেছি আমার খেলাটাই খেলতে। তার বিপক্ষে যেভাবে খেলেছি তাতে আমি খুবই আনন্দিত। প্রতিটি সিঙ্গেল পয়েন্টের দিকেই পূর্ণ মনোযোগ ছিল আমার। সেভাবেই খেলার চেষ্টা করেছি।’ গতবছর দুই গ্র্যান্ডসøাম জয়ের পাশাপাশি টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নিয়েছিলেন কারবার। কিন্তু এ বছরের শুরুতেই তার রাজত্বে আঘাত হানেন সেরেনা উইলিয়ামস। তবে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তির কাছ থেকে শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ আছে কারবারের। কেননা মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর যে এখন পর্যন্ত কোর্টে নামেননি সেরেনা। অন্যদিকে কারবার খেলে ফেলেছেন কয়েকটি ইভেন্ট। দুবাই ওপেনে দুর্দান্ত খেলে যেন সেরেনার কাছ থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করার পথে আরও একধাপ এগিয়ে গেলেন কারবার। চতুর্থ রাউন্ডের ম্যাচে এখন তার প্রতিপক্ষ আনা কুঞ্জ। তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার এই তারকা পরাজিত করেছেন রাশিয়ার এলিনা ভেসনিনাকে। এদিন তিনি ৩-৬, ৬-৪ এবং ৭-৬ (৭/৪) সেটে হারান টুর্নামেন্টের অষ্টম বাছাই ভেসনিনাকে। তবে প্রতিপক্ষ নিয়ে মোটেই ভাবছেন না কারবার। তার মূল লক্ষ্য ছন্দে ফেরা। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন প্রতিপক্ষ নিয়ে মোটেই চিন্তা করছি না বরং আমার খেলা এবং ছন্দ নিয়েই ভাবছি।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি তৃতীয় রাউন্ডে ৩-৬, ৬-২ ও ৬-৩ সেটে হারিয়েছেন ক্যাটেরিনা বোন্ডারেঙ্কোকে। তবে এই ম্যাচ জয়ের জন্য তাকে লড়াই করতে হয়েছে প্রায় দুই ঘণ্টা। টুর্নামেন্টের সপ্তম বাছাই এলিনা ভিতলিনা তৃতীয় পর্বে ৪-৬, ৬-৪ ও ৬-৩ সেটে পরাজিত করেছেন আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহেলকে। প্রায় আড়াই ঘণ্টা কঠিন লড়াই করে জয়ের পর দারুণ সন্তুষ্ট ভিতলিনা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যথেষ্ট লড়াইয়ের পর এই জয় পেয়েছি আমি। প্রতিপক্ষের বিপক্ষে সেরা খেলাটা হয়ত খেলতে পারিনি কিন্তু ম্যাচ জিততে পেরেই আমি বেশ আনন্দিত।’ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন ডেভিস একাটেরিনা মাকারোভাকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন। এদিন তিনি ৪-৬, ৬-১ ও ৬-৩ সেটে হারান রাশিয়ান তারকাকে। তবে দিনের বড় অঘটন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার বিদায়। যুক্তরাষ্ট্রের অখ্যাত খেলোয়াড় ক্যাথেরিন বেলিস ৬-৪, ২-৬ ও ৬-২ সেটে পরাজিত করেন পোলিশ তারকাকে। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বাসিত বেলিস নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘নিশ্চিত, এটাই আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। আজকের রাতের এই ফলাফলে আমি সত্যিই বেশ খুশি।’
×