ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ঝলক

৯ ঘণ্টার বেশি ঘুম বিপজ্জনক একটু বয়স্ক মানুষেরা অনেক সময়ই ঘুমিয়ে সময় পার করেন। এদের মধ্যে বিশেষ করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার একটা তাগিদও দেখা যায়। আর সকালে কাজে যাবার ব্যস্ততা না থাকলে হয়ত একটু বেলা করে উঠছেন ঘুম থেকে। অবসরপ্রাপ্ত মানুষদের মধ্যে এমন প্রবণতা দেখলে কেউই তা অস্বাভাবিক মনে করে না। কিন্তু নতুন এক গবেষণা বলছে, বিষয়টি উদ্বেগজনক। কারণ ঘুমানোর এই প্যাটার্নই হতে পারে আলঝেইমার রোগের প্রাথমিক লক্ষণ। ওই গবেষণায় জানা যাচ্ছে, রাতে নয় ঘণ্টার বেশি ঘুমাচ্ছেন এমন ব্যক্তির অন্যদের তুলনায় আলঝেইমারে আক্রান্ত হওয়ার হার দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা বলেছেন, ঘুমের ভেতরে মানুষের স্মৃতি তৈরি হয় বিশেষ করে হালকা ঘুমের সময়। কিন্তু একটানা দীর্ঘ ঘুম এক্ষেত্রে সে প্রক্রিয়ায় বাধা দেয়। -বিবিসি অবলম্বনে। চুরি ঠেকাল কাঠবিড়ালী এবার সিঁধেল চুরি রুখে দিয়ে আলোচনায় এলো একটি পোষা কাঠবিড়ালী। যুক্তরাষ্ট্রের ইডাহোতে সম্প্রতি এই ঘটনা ঘটে। মার্কিন মুলুকের প্রথমসারির অনেক টিভি চ্যানেলের খবরে জো নামের এই কাঠবিড়ালীকে ‘হিরো’ আখ্যা দিয়ে খবর প্রকাশিত হয়েছে। ইডাহো পুলিশ কর্তৃপক্ষ জো’র প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। খবরে বলা হয়েছে, ইডাহোর মেরিডিয়ান শহরের এক বাড়ির দরজা কেটে ঘরে ঢোকে একজন তরুণ। এ সময় পাশেই খেলা করছিল কাঠবিড়ালীটি। ঘরে ঢুকেই ওই তরুণ চারিদিকে তাকাচ্ছিল। এ সময় কাঠবিড়ালী লাফ দিয়ে ওই তরুণের পিঠে চড়ে বসে। পিঠ ও কাঁধের ওপর কষে আঁচড় কাটতে থাকে। এক পর্যায়ে কাঠবিড়ালীর আঁচড়ে ঘরের মেঝেতে শুয়ে পড়ে ওই চোর চিৎকার দেয়। এরপর বাসার লোকজন এসে হাতেনাতে চোরকে ধরে ফেলে। স্থানীয় থানায় ফোন করলে পুলিশ এসে ওই চোরকে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা প্রকাশ পায়। ওই চোর কাঠবিড়ালীর বুদ্ধিমত্তার প্রশংসা করে জানায়, সত্যি আমি চুরির উদ্দেশ্যেই দরজা কেটে ঘরে ঢুকি। কিন্তু এই কাঠবিড়ালীর জন্য কাজটি করতে পারলাম না। জো’র মালিক এ্যাডাম পার্ল বলেন, গত ছয়মাস আগে আমার এক বন্ধুর ফুলের বাগান থেকে আমি জো’কে নিয়ে আসি। কাঠবিড়ালী হলেও এটি বিড়ালের মতো আচরণ করে। এটি আমার পা দিয়ে বেয়ে উঠে মাথায় চড়ে বসে। আমি প্রতিদিন জো’র জন্য ফ্রেস বাদাম, শাক ও চকলেট নিয়ে আসি। আমার পরিবারের সবার সঙ্গে ওর ভাল বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে আগামী বসন্তকালে আমি ওকে আবার বাগানে ছেড়ে দেব। তখন হয়ত আমার কান্না পাবে। -সিবিসি নিউজ অবলম্বনে।
×