ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে আবেদন মুফতি হান্নানের

প্রকাশিত: ০৫:২১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে আবেদন মুফতি হান্নানের

স্টাফ রিপোর্টার ॥ সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা ও একই ঘটনায় পুলিশসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আপীলে বহাল থাকা মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান। অন্যদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ১৫২ আসামির মৃত্যুদ-ের অনুমোদন ও আসামিদের আপীলের ওপর শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ শামীম আলম ও তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ দেয়। মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন মুফতি আবদুল হান্নান। বৃহস্পতিবার আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মুফতি হান্নানের পক্ষে এ্যাডভোকেট অন রেকর্ড নাহিদ সুলতানা রিভিউ আবেদন করেন। রিভিউ মৃত্যুদ- থেকে খালাসের আর্জি জানানো হয়েছে। এ মামলায় ফাঁসির দ-প্রাপ্ত অপর আসামি দেলোয়ার হোসেন সিলেট কারাগারে আটক রয়েছেন। গত ৭ ডিসেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপীল বেঞ্চ মুফতি হান্নানসহ আসামিদের মৃত্যুদ-ের বিরুদ্ধে করা আপীল খারিজ করে দেন। এই মামলায় মুফতি হান্নান ছাড়া মৃত্যুদ-প্রাপ্ত অপর দুজন হলেনÑ শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। এছাড়া হাইকোর্টে যাবজ্জীবন কারাদ- বহাল থাকা দুই আসামি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল আপীল করেননি। শুনানি মুলতবি ॥ বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ১৫২ আসামির মৃত্যুদ-ের অনুমোদন ও আসামিদের আপীলের ওপর শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ শুনানির জন্য এক মাস সময়ের আবেদন করলে বিচারপতি মোঃ শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
×