ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি ॥ ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ঐক্য সংহতি পরিষদ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ মনিরুল হক চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লাকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। ‘ময়নামতি’ নামে বিভাগ করার ঘোষণা কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যকে মুছে ফেলার নামান্তর। তাই এ বিভাগের নাম ‘কুমিল্লা’ না হলে লাখো জনগণ তা মেনে নেবে না। রৌপ্য ব্যাঘ্র হলেন আজিজুল ইসলাম স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদকে ভূষিত হয়েছেন কুড়িগ্রামের সাবেক শিক্ষক আজিজুল ইসলাম। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে আনুষ্ঠানিকভাবে এই সর্বোচ্চ পদক প্রদান করেন। শিক্ষকতার পাশাপাশি ১৯৬৯ সালে এবিএম আজিজুর রহমানের হাতে দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনে প্রবেশ করেন। হাঁটি হাঁটি পা পা করে তৎকালীন জাতীয় কমিশনার পি এ নাজিরের কাছ থেকে স্বীকৃতি পেয়ে আজও স্কাউট আন্দোলনে নীরবে কাজ করে যাচ্ছেন। শেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শামীম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার বারমারী আন্ধারুপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাত ৮টার দিকে নববিবাহিত শামীম মিয়া নালিতাবাড়ী থেকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়সহ ৮ জন অটোরিক্সাযোগে বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামে যাওয়ার সময় বাঘবেড় এলাকার আখড়াপাড়া গ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাকড়ি ভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম নিহত ও ৮ জন আহত হয়।
×