ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এই আমাদের নাগরিক সচেতনতা

প্রকাশিত: ০৫:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

এই আমাদের নাগরিক সচেতনতা

স্টাফ রিপোর্টার ॥ পথ চলতে গেলে মানুষকে পথেই নামতে হয়। কখনও আবার অসাবধানতায় সেই পথই মানুষের জীবন কেড়ে নেয়। পথ পেরুতে গিয়ে নিশ্চয়ই কেউ জীবনের ওপারে মরণকে আলিঙ্গন করতে চান না! কিন্তু নিত্যক্ষণ শহুরেরা তো তাই করছেন। একদিক দিয়ে ছুটে আসছে দ্রুতগতির গাড়ি তাও মানুষ ছুটছে। রাস্তা পারাপারে জেব্রাক্রসিং থেকে শুরু করে ফুটওভার ব্রিজ সবই আছে। হয়ত পাঁচ মিনিট ব্যয় করলেই নিরাপদে পথ পার হওয়া যাবে। কিন্তু সেই একটু ঝক্কিও নিতে চান না অনেকে। কোন কোন ক্ষেত্রে রাস্তার মাঝে বাঁধার প্রাচীর। কিন্তু কি এসে যায় তাতে। ঝুঁকি নিতেই হবে। সেই ঝুঁকি কোন কোন সময় শুধু নিজের নয়। নিজের আদরের সন্তানকে সঙ্গে নিয়েই নেন অনেকে। কেন পথ বিপজ্জনকভাবে পার হতে হবে কখনও কি কেউ ভেবে দেখেছেন? একটুখানি পা হড়কালেই বিপদ হতে পারে। ভয়ঙ্কর সেই বিপদের নাম যদি মৃত্যু হয় তাতেও কি পরোয়া নেই। কোন কোন ক্ষেত্রে মাথার ওপর ফুটওভার ব্রিজ। কিন্তু নিয়ম মানতে দেখা যায় না অনেককে। পুলিশি পাহারা বসিয়েও ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারে কথা শোনানো যায় না। ক্ষেত্র বিশেষে জরিমানাও করা হয়। কিন্তু তাতেও কী হুঁশ হয় কারো। তাতেও কী সতর্ক হন না কেউ। প্রশ্ন একটাই এভাবেই কি চলবে সব কিছু, না কি নাগরিকরা নিজে সচেতন হবেন। ঢাকার রাস্তায়তো পুলিশ পথচারী হাতাহাতি পর্যন্ত হয়েছে এসব নিয়ে। চিত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়াখাম্বা এবং মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কের নারায়ণগঞ্জ প্রান্তের তিনটি চিত্র দেয়া হয়েছে। এখানে এমন হয় এই চিত্র ধারণের জন্য অনেক দিন একজন আলোকচিত্রীকে অপেক্ষা করতে হয়েছে। যে কেউ গেলেই নিত্যক্ষণ এই পারাপারের চিত্র দেখতে পাবেন। শিউরে উঠার মতো চিত্রই বটে শিশুর পিঠের নিচেন সুঁচালো ফলা। কোনভাবে পা পিছলালেই এই শিশুর কাছে কি উত্তর দেবেন তার এই প্রিয়জন। আবার এই যে নারী বোরকা পরে বিপজ্জনক বাধা পার হচ্ছেন একটুও কী ভয় করছে না। তৃতীয় চিত্রের স্কুলছাত্র এই কিশোরদেরও কি আর কোন উপায় নেই। না দীর্ঘদিনের অভ্যাস ভয় বাধা সংকোচকে দূর করে দিয়েছে! সম্প্রতি শাহবাগে এক বাসের ধাক্কায় পথচারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেছেন সকলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পথচারীর রক্তাক্ত বিকৃত লাশের ছবি দেখে শিউরে উঠেনি এমন কাউকে পাওয়া যবে না। অন্তত যারা দেখেছেন তারা প্রত্যেকেই বলেছেন ইস! এমন যেন আর কারো না হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাদেও খোদ রাজধানীতে মতিঝিল, পুরানা পল্টন মোড়, কাকরাইল, শাহবাগ, কাওরান বাজারের সোনারগাঁও ক্রসিং, গুলশান-১ এবং ২ নম্বর গোল চত্বর, মহাখালী, মগবাজার ছাড়াও ঝুঁকিপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে যেখানে জীবন আসলেই হারানোর শঙ্কায় থাকে।
×