ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাহাড়তলীতে সন্ত্রাসী হামলা ॥ প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৫:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

পাহাড়তলীতে সন্ত্রাসী হামলা ॥ প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পাহাড়তলী বাজারে ১২নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক আহমদ সওদাগরের ছেলের ওপর বুধবার রাতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে তাকে ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে এ সন্ত্রাসী হামলার ঘটনায় পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার দোকানপাট বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করে। জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাবেক আহমদ সওদাগরকে গাড়িতে নামিয়ে দিতে আসে তার ছেলে ফারুক আহমেদ অপু। সাবের আহমদ সওদাগর পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক। গাড়িটি তার ছেলে ড্রাইভিং করে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী ওই গাড়ির ওপর হামলা চালায়। একপর্যায়ে অপুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ডবলমুরিং থানা পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নগরীর উত্তর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি টু-টু বোরের পিস্তল, একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি। অভিযোগ রয়েছে, বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছয়দিন আগেও সাবের আহমদ সওদাগরের লোকজন এক ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এরই জের ধরে বুধবার রাতের ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। কারণ, ওই ঘটনায় নেতৃত্ব দিয়েছে সাবের আহমদ নিজেই। ফলে প্রতিপক্ষ সাবেক আহমদকে জিজ্ঞাসা করার জন্য গাড়ি থামিয়েছিল। কিন্তু তিনি গাড়িতে না থাকায় তার ছেলের ওপর হামলা চালায়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় সাবেক আহমদ সওদাগরের দলবল প্রভাব বিস্তার করে আসছিল বলে পাহাড়তলী থানা পুলিশের একটি সূত্রেও নিশ্চিত করা হয়েছে।
×