ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে তিন কর্মচারী

প্রকাশিত: ০৫:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

২৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে তিন কর্মচারী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ ফেব্রুয়ারি ॥ শহরের এক জুয়েলারি ব্যবসায়ীর প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও ২লাখ ৭৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে ৩ কর্মচারী। বুধবার গভীর রাতে শহরের সোনপট্টির শাহজালাল চেইনঘরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পাবনা জেলা জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, বুধবার সারাদিন শহরের জুয়েলারি ব্যবসায়ীরা অত্যাধুনিক মেশিনে চেন তৈরি করতে শাহজালাল চেনঘরে প্রায় ২৫ ভরি সোনা জমা দেন। মেশিন নষ্ট হয়েছে অজুহাত দেখিয়ে রাতের আঁধারে জমাকৃত ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও দোকানের ২ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে ৩ কর্মচারী। তিনি আরও জানান, কুমিল্লা জেলার মুগলটলির জামতলা এলাকার বাসিন্দা নুরে আলম লিলুর ছেলে শাহদাত হোসেন লিটন এবং একই এলাকার রিপন ও রুবেল উদ্দিন তিন বছর যাবত কর্মচারী হিসেবে শাহজালাল চেনঘরে কর্মরত ছিল।
×