ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়ি ফিরতে প্রস্তুত খাদিজা

প্রকাশিত: ০৫:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বাড়ি ফিরতে প্রস্তুত খাদিজা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ ফেব্রুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাদিজা আক্তার নার্গিস বলেছেন, গত ২৮ নবেম্বর আমি যখন সিআরপিতে এসেছিলাম, তখন আমি হুইল চেয়ারে এসেছিলাম। তখন আমি হাঁটতে পারতাম না, ঠিকমতো কথা বলতে পারতাম না, কারোর কথা ঠিকমতো বুঝতে পারতাম না, হাত দিয়েও কোন কাজ করতে পারতাম না। সিআরপির চিকিৎসা নিয়ে আমি খুবই সন্তুষ্ট, আমি এখন সুস্থ আছি। এখন আমি নিজে নিজেই চলাফেরা করতে পারি, নিজের স্বাভাবিক কাজগুলো নিজেই করতে পারি। নতুন করে আবার শুরু করতে চাই নিজের জীবন। সিআরপিতে পৌনে তিন মাস চিকিৎসা নেয়ার পর ৯০ ভাগের মতো সুস্থ হয়ে উঠেছেন বখাটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা। বৃহস্পতিবার দুপুরে সাভারে ‘পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র’ (সিআরপি)’র রেডওয়ে হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খাদিজা এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে আমি আবারও পড়াশোনা করতে চাই। লেখাপড়া শেষে একজন ব্যাংকার হিসেবে কাজ করতে চাই। সর্বোপরি নিজের স্বভাবিক জীবন যাপনে আবার ফিরে যেতে চাই। চিকিৎসকরা খাদিজার শারীরিক অবস্থার অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, খাদিজা সিআরপিতে আসার আগ পর্যন্ত অন্যের সাহায্য ছাড়া কোন কাজই করতে পারত না। শরীরের বাম পাশ প্রায় সম্পূর্ণ অকার্যকর ছিল। সিআরপিতে চিকিৎসা নেয়ার পর এখন সে নিজের স্বাভাবিক কাজগুলো কারও সাহায্য ছাড়াই করতে পারে। খাওয়া-দাওয়া, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ, চলাফেরা, লেখাপড়া প্রভৃতি কাজ খাদিজা নিজেই করতে সক্ষম। চিকিৎসকরা আরও জানান, খাদিজা নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। সে আবার লেখাপড়ায় ফিরতে পারবে। সংবাদ সম্মেলনে খাদিজার ভাই শাহীন আলম বলেন, খাদিজা সকলের দোয়ায় এখন পুরোপুরি সুস্থ। এছাড়া আগামী ২৬ মার্চ আদালতে মামলার শুনানির দিন। ওই দিন খাদিজা নিজেই আদালতে গিয়ে সাক্ষী দেবেন। সাংবাদিক সম্মেলনে খাদিজার বড় ভাই শাহীন আলম, সিআরপির হেড অফ মেডিক্যাল সার্ভিস এ্যান্ড কনসালটেন্ট এবং নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাঃ সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপিতে খাদিজার চিকিৎসা সেবায় নিয়োজিত সব বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা বখাটে বদরুল আলমের বর্বর হামলার শিকার হন।
×