ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে মামলার রায় ২৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে মামলার রায় ২৬ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের অভিযোগে শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা হবে ২৬ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো রায়ের তারিখ নির্ধারণ করেন। যুক্তিতর্ক উপস্থাপনে রাগীব আলীর পক্ষে কোন আইনজীবী অংশ না নিলেও বাগানের সেবায়েত ও ওই মামলার আসামি পঙ্কজ কুমার গুপ্তের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী। প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার এই ভূ-সম্পত্তি আত্মসাতের অভিযোগে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় রাগীব আলীর বিরুদ্ধে দুটি মামলা করেন সিলেট সদরের তৎকালীন ভূমি কমিশনার এসএম আব্দুল কাদের।
×