ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছরের ক্ষমতায়ন ছিল অবৈধ ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছরের ক্ষমতায়ন ছিল অবৈধ ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ২১ বছরের শাসনামল অসাংবিধানিক ও অবৈধ। যে শাহ্ আজিজুর রহমান স্বাধীনতার বিরোধিতা করেছে জিয়াউর রহমান তাকে বানিয়েছিল প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের হত্যাকারী ইসলামী ছাত্র সংঘের সভাপতি মতিউর রহমান নিজামী, সম্পাদক আলী আহসান মুজাহিদীকে জিয়াপতœী খালেদা জিয়া মন্ত্রিত্ব দিয়েছিল। স্বাধীনতার বিরোধিতাকারীরা ক্ষমতায় ছিল বলে দেশের উন্নয়ন ও অগ্রগতি পিছিয়ে ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠবার্ষিকী দিবসে দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে বর্তমান সরকারের দিন বদলের ঘোষণা, ২০২১ সালে মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে ইতোমধ্যেই আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জঙ্গীবাদের মাধ্যমে মানুষ হত্যা কখনই শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী নয়। ইসলাম এটা সমর্থন করে না বুঝতে পেরেই বিপথগামী আত্মঘাতী জঙ্গীদের লাশ পর্যন্ত স্বজনরা দাফনের জন্য নেয়নি। তাই জঙ্গীবাদকে ঘৃণা করে দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে জ্ঞানের অনুসন্ধান ও গবেষণার কার্যক্রমের ওপর জোর দিতে হবে। দীর্ঘ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি প্রমুখ।
×