ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা এখন গবেষণার বিষয় ॥ ওমর ফারুক

প্রকাশিত: ০৫:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

শেখ হাসিনা এখন গবেষণার বিষয় ॥ ওমর ফারুক

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৩ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, কার্ল মার্কসসহ বিশ্ব বরেণ্য অনেক দার্শনিক দর্শন দিয়েছেন কিন্তু সে দর্শন বাস্তবায়ন তো দূরের কথা বাস্তবায়নের সূত্র পর্যন্ত দেখাতে পারেননি। কিন্তু বর্তমানে বিশ্বের বিষ্ময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দর্শন দেন তা বাস্তবায়নও করেন। তাঁর দর্শনে অচিরেই বাংলাদেশ হতে যাচ্ছে মধ্যম আয়ের দেশ। এজন্য বিশ্বের আটটি উন্নত দেশ শেখ হাসিনাকে নিয়ে গবেষণা শুরু করেছে। সে কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবার জন্য যুবলীগসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশী আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্তাহার সফর ও জনসভা সফল করার জন্য যুবলীগ নেতা ও কর্মী-সমর্থকদের দিকনির্দেশনা প্রধান করেন। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে উপজেলা যুবলীগ আয়োজিত রাজশাহী বিভাগের চার জেলার যুবলীগ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনর রশিদ। উপস্থিত ছিলেন নওগাঁর আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য ইসরাফিল আলম। বক্তব্য রাখেন যুবলীগ প্রসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাদ, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।
×