ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাক বিভাগের নয়া মহাপরিচালক সুশান্ত কুমার

প্রকাশিত: ০৪:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ডাক বিভাগের নয়া মহাপরিচালক সুশান্ত কুমার

বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) ক্যাডারের জ্যেষ্ঠতম কর্মকর্তা সুশান্ত কুমার ম-ল গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। তিনি ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং ১৯৮৮ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (ডাক) ক্যাডারের ‘সহকারী পোস্টমাস্টার জেনারেল’ পদে যোগদান করেন। চাকরি জীবনে তিনি পোস্টমাস্টার জেনারেল এবং অতিরিক্ত মহাপরিচালক পদসহ ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি নিখোঁজ মোঃ আশরাফুল শেখ (১০) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। তাঁর গায়ের রং কালো, উচ্চতা চার ফুটের মতো। তার পরনে ছিল ফুল প্যান্ট ও লালহাতার ঘিয়ে রঙের গেঞ্জি। পাবনার আমিনপুর থানার তালিমনগর গ্রাম থেকে গত ১১ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। ওইদিন দুপুর ১২টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে ১৭ ফেব্রুয়ারি আমিনপুর থানায় জিডি (নং-৬৮৬) করা হয়েছে। কেউ আশরাফুলের সন্ধান পেলে তার মাকে (০১৭৬০১০৬৭৭১) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×