ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহ্ আবদুল করিম লোক উৎসব শুরু ৩ মার্চ

প্রকাশিত: ০৪:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

শাহ্ আবদুল করিম লোক উৎসব শুরু ৩ মার্চ

বাউল সম্রাট শাহ্্ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি সুনামগঞ্জের দিরাইয়ের উজানধলে আগামী ৩ মার্চ শুরু হবে দুই দিনব্যাপী শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০১৭। এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে বেকারি পণ্য অলটাইম। সহযোগিতায় থাকছে প্রাণ পটেটো ক্র্যাকার। উৎসবের আয়োজক শাহ্ আবদুল করিম পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাউল শাহ্ আবদুল করিমের পুত্র শাহ্ নূর জালাল, অলটাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিনসহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও পুরস্কার প্রদান আজ স্বদেশ চিন্তা সঙ্ঘের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস ভবনের কনফারেন্স হলে অধ্যাপক ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরস্কার ২০১৭ প্রদান করা হবে। লেখক প্রবীর ঘোষ স্মারক বক্তৃতা প্রদান করবেন। এ বছর পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। সভাপতিত্ব করবেন স্বদেশ চিন্তা সঙ্ঘের সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ২৪ ফেব্রুয়ারি অধ্যাপক ড. আহমদ শরীফের ১৮তম মৃত্যুবার্ষিকী। -বিজ্ঞপ্তি পিয়ানোবাদক ঘোড়া অস্ট্রেলিয়ার মারফি নামের একটি ঘোড়া পিয়ানো বাজিয়ে রেকর্ড গড়েছে। পিয়ানো বাজাতে সে তার মুখের সাহায্য নেয়। ঘোড়াটির মালিক বেইনব্রিজ বলেন, মারফিকে এক বছর আগে উদ্ধার করা হয়েছিল। সে এখন আমাদের ছোটখাটো স্টার। আমরা তার অসামান্য মেধায় বিস্মিত ও আনন্দিত। - ইউপিআই স্মার্ট মোজা সুইজারল্যান্ডের মোজা প্রস্তুতকারক ব্ল্যাকসকস এবার স্মার্ট মোজা তৈরি করছে। এগুলো পরিধানকারীর স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই মোজার চিপে নানা তথ্য সংযুক্ত করা হবে। অনেক মোজার মধ্যে ঠিক কোনটি কার তা নির্ধারণে সহায়ক হবে এই স্মার্ট মোজা। -অডিটিসেন্ট্রাল
×