ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা ভাষার প্রতিটি অক্ষরে মিশে আছেন ভাষাশহীদরা ॥ চুমকি

প্রকাশিত: ০৪:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বাংলা ভাষার প্রতিটি অক্ষরে মিশে আছেন ভাষাশহীদরা ॥ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষাশহীদরা মিশে আছেন। ভাষাশহীদদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। বুধবার বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ‘আলোচনা সভা ও ভাষা আন্দোলনের স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেহের আফরোজ চুমকি বলেন, এখনও বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্যে একটি মহল তৎপর রয়েছে। যারা বায়ান্ন দেখেনি, একাত্তর দেখেনি তাদেরকে ‘৫২, ‘৭১ এর ইতিহাস জানানো আমাদের কর্তব্য। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য কবি কাজী রোজী বলেন, প্রাণের বিনিময়ে বাংলা ভাষা এখন প্রাণ পেয়েছে। ভাষাসৈনিক ড. শরিফা খাতুন বলেন, আজকে শিশুরা যে ভাষায় কথা বলে তা অর্জন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। -বিজ্ঞপ্তি ডাঃ হাবিবার ৩য় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার তার কার্যালয়ে রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হাবিবা খাতুন রোজীর ৩য় কাব্যগ্রন্থ ‘স্বপ্নলোকের দেশে’-র মোড়ক উন্মোচন করেছেন। এ সময় অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান ও অধ্যাপক ডাঃ মোঃ এনায়েত করিম উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি ভাষাশহীদদের স্মরণে বিজেএমসির আলোচনা সভা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্্যাপন উপলক্ষে বুধবার বিজেএমসির কনফারেন্স কক্ষে বিজেএমসির চেয়ারম্যানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট সচিব শুভাশীষ বসু। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। -বিজ্ঞপ্তি
×