ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর ফাঁকি রোধে আইন করছে ইইউ

প্রকাশিত: ০৩:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

কর ফাঁকি রোধে আইন করছে ইইউ

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি রোধে নতুন নিয়মনীতি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। কর ফাঁকি রোধে যেসব দেশ সহায়তা করছে না, চলতি বছরের শেষদিকে সেসব দেশেরও একটি তালিকা বের করতে যাচ্ছে ইইউ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ইইউ কর্তৃপক্ষ। নতুন এ আইন কার্যকর করা হবে ২০২০ সালে। আইন কার্যকরের পর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ব্যবসা করছে, এমন সব মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছ থেকে কর আদায় করতে পারবে ইইউ। এ আইন কার্যকরের মধ্য দিয়ে বাড়বে ইইউর রাজস্ব আয়। বর্তমানে এ্যাপল, এ্যামাজান, গুগল আর স্টারবাক্স কাটছাঁট করে কর পরিশোধ করলেও জনগণের চাপে এই ফাঁকফোকর বন্ধে তৎপর হয়েছে ইইউ। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বব্যাংকের প্রশংসা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের চলমান অগ্রগতি আরও বেগবান করতে বিশ্বব্যাংকের মতো উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। এতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চলমান অগ্রগতি আরও বেগবান করতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে। বুধবার বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে নিজ দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্র জানায়, নিয়মিত বৈঠকের অংশ হিসেবে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। -স্টাফ রিপোর্টার
×