ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের দুই হাজার রুপীও জাল হচ্ছে

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের দুই হাজার রুপীও জাল হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দেশটির ১০০০ ও ৫০০ রুপীর সব নোট বাতিল ঘোষণা করা হয়। জাল টাকার দৌরাত্ম্য থামাতেই মোদি সরকার এমন সিদ্ধান্ত নেয়। সে সময় বাজারের তারল্য সঙ্কট মোকাবেলায় গোলাপি রঙের ২০০০ রুপীর নোট ছাড়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সরকারের এমন উদ্যোগে চরম ভোগান্তিতে পড়তে হয় দেশটির নাগরিকদের। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় ‘বাজারের জাল টাকা ও কালো টাকা বন্ধ করতে তাদের নেয়া উদ্যোগ সফল হয়েছে। কিন্তু ভারতের সংবাদমাধ্যমগুলোর বক্তব্য ভিন্ন। বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে নতুন জাল নোটের খবর জানা গেছে। নতুন ২০০০ রুপীর জাল নোট আটকের খবরও প্রচারিত হয়েছে কয়েকবার। সেইসব সাদামাটা খবরে জাল নোট কোথা থেকে? কীভাবে আসে তা বিস্তারিত বলা হয়নি। তবে ২০০০ রুপীর জাল নোট নিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে জাল ২০০০ রুপীর নোট আসছে ভারতে। জালনোটের চোরা চালানকারীরা সীমান্তবর্তী গ্রামের মানুষদের ‘ব্ল্যাকমেইল’ করে জালনোট চোরাচালান করে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ আর মালদহ সীমান্তেই গত এক মাসে কয়েকটি ২০০০ রুপীর জাল নোটের চালান আটক করেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ মাগুরায় কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকে পড়েছেন কৃষক। মিষ্টি কুমড়া চাষে কৃষক স্বাবলম্বী হচ্ছে। ফলে জেলায় বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে। জেলায় হাটে বাজারে প্রচুর মিষ্টি কুমড়ার আমদানি হচ্ছে। প্রতিদিন জেলা থেকে মিষ্টি কুমড়ার চালান যাচ্ছে বিভিন্ন জেলায়। জানা গেছে, জেলার সদর উপজেলার শিবরামপুর, নড়িহাটি, লক্ষ্মীকান্দর, রামনগর, কালীনগর, বেলনগর, নিজনান্দুয়ালী, বাগডাঙ্গা, টেঙ্গাখালী, শ্রীকুন্ঠি, বুজরুক শ্রীকুন্ঠি, হাজলাতলা, বারইপাড়াসহ বিভিন্ন গ্রামে প্রায় ২ হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ভাল ফলন হয়েছে। আমদানি ভাল হওয়ায় দাম অনেক কমেছে। প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে আগত মিষ্টি কুমড়া বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে ভ্যানভর্তি মিষ্টি কুমড়া আসে ঢাকা রোড পাইকারি বাজারে বিক্রির জন্য। তারপর এখান থেকে বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। পূর্বে প্রতিকেজি মিষ্টি কুমড়ার দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। ফলন ভাল হওয়ায় দাম বর্তমানে অনেক কমেছে। বর্তমানে প্রতিকেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পইকারি দাম আরও কম। বাজারে মিষ্টি কুমড়ার ব্যাপক চাহিদা ও দাম ভাল থাকায় কৃষকরা মিষ্টি কুমড়ার চাষে এগিয়ে এসেছেন।
×