ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডট (.) বাংলা ডোমেইনে প্রথম ওয়েবসাইট চালু করল উই

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ডট (.) বাংলা ডোমেইনে প্রথম ওয়েবসাইট চালু করল উই

অমর একুশে আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিম-লে স্থান করে নিয়েছে। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন- তাদের যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি একুশের তাৎপর্য নিয়েও ভাবাটা জরুরী। জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক বাংলার প্রচলন ও ব্যবহারে আমরা যদি আরও সচেষ্ট হই, তাহলেই তো মহান ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। আর এই বিষয়টি মাথায় রেখেই বাংলা ভাষায় .বাংলা (.নধহমষধ) ডোমেইন জগতে এই প্রথম বাংলা ওয়েবসাইট চালু করল উই (ডঊ) মোবাইল। ‘উই.বাংলা’ নামে এই ওয়েবসাইটে উই স্মার্টফোন ও সংশ্লিষ্ট সব পণ্য এবং সেবার তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তথ্য জানা, পণ্য কেনা ও সেবা গ্রহণ, যোগাযোগ, উই-এর পরিবেশকদের ঠিকানা অনুসন্ধানসহ উই স্মার্টফোন সম্পর্কে যাবতীয় বিষয়ে অবহিত হওয়া যাবে এখান থেকে। শুধু তাই নয়, সারাদেশে ক্রমবর্ধমান উই ওয়াইফাই ইন্টারনেট হটস্পটের স্থানগুলোর ঠিকানা, উই স্মার্টফোনের বিক্রয়োত্তর সেবা বিষয়ক বিস্তারিত তথ্য এবং বাসায় বসে উই মোবাইল কেনার সুযোগও এতে থাকছে। উই স্মার্ট ডিভাইস ছাড়াও ‘আমরা কোম্পানিজ’-এর রয়েছে রয়েছে অন্যান্য তথ্যপ্রযুক্তি ব্যবসা। তিন দশক ধরে ‘আমরা কোম্পানিজ’ তথ্যপ্রযুক্তি ব্যবসায় দক্ষতার ছাপ রেখে চলেছে। ‘আমরা’র রয়েছে ইন্টারনেট সেবা, আর্থিক প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার সেবা, এটিএম, পিওএস, ই-পেমেন্ট সেবা, ক্লাউড স্টোরেজ, যন্ত্রভিত্তিক নিরাপত্তাসেবা ও আরও অনেক কিছু। ‘আমরা’ মনে করে, ‘উই.বাংলা’ শুধু একটি ওয়েবসাইটই নয়Ñ এটি বাংলাদেশের প্রতি, বাংলা ভাষার প্রতি দায়িত্ব এবং ভালবাসারও বহিঃপ্রকাশ। Ñবিজ্ঞপ্তি ১০ মার্চ ৭শ’ কর্মী যাচ্ছে মালয়েশিয়া অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা জটিলতা আর দীর্ঘ প্রতীক্ষার পর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই মালয়েশিয়ায় পুনরায় জনশক্তি রফতানি শুরু হচ্ছে। ৯ অথবা ১০ মার্চ প্রায় ৭শ’ কর্মী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে বলে জানিয়েছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা কর্মকর্তারা। এদিকে, মাত্র দশটি প্রতিষ্ঠান জনশক্তি রফতানির সুযোগ পাওয়ায় এবং সরকারের বেঁধে দেয়া ৩৭ হাজার টাকার পরিবর্তে কর্মীদের কাছ থেকে দু’থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন ব্যক্তিখাতের ব্যবসায়ীরা। তবে, পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর দু’দেশ সম্মত হলে ২০১২ সালে সরকারী পর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি শুরু হলেও, তখন এ সুযোগ পায় মাত্র দশ হাজার কর্মী। এরপর গত ফেব্রুয়ারি ও নবেম্বরে দু’দফা সমঝোতা স্মারক সই হলেও কর্মী পাঠানো সম্ভব হয়নি। অবশেষে নানা জটিলতা কাটিয়ে প্রায় চার বছর পর আগামী মাসের শুরুতে মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব রুহুল আমিন স্বপন। দীর্ঘদিন পর সুযোগ এলেও জনশক্তি রফতানি সিন্ডিকেটের হাতে আটকে যাওয়ায় এ প্রক্রিয়া আবারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যক্তিখাতের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিশেষ কৌশলে মাত্র দশটি প্রতিষ্ঠানকে কর্মী পাঠানোর সুযোগ দেয়ায় মালয়েশিয়া যেতে কর্মীদের গুনতে হচ্ছে দু’ থেকে আড়াই লাখ টাকা। তবে, এ অভিযোগ অস্বীকার করেন দশ প্রতিষ্ঠানের একটির মালিক ও বায়রার মহাসচিব রুহুল আমিন স্বপন।
×