ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্পোরেট গবর্ন্যান্স নিয়ে সেমিনার করবে ডিবিএ

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

কর্পোরেট গবর্ন্যান্স নিয়ে সেমিনার করবে ডিবিএ

কর্পোরেট গবর্ন্যান্স তথা কোম্পানি সুশাসন বিষয়ে সেমিনার করতে যাচ্ছে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। আগামী ১০ মার্চ কক্সবাজারে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সূত্রমতে, ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি আহমেদ রশীদ লালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসেম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান। এ বিষয়ে ডিবিএর সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ সাদেক বলেন, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য এটি (কর্পোরেট গবর্ন্যান্স) অনেক গুরুত্বপূর্ণ। -অর্থনৈতিক রিপোর্টার দরবৃদ্ধির শীর্ষে আইপিডিসি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩২৭ বারে ৩৫ লাখ ৮৭ হাজার ৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ২৩ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৯৫৫ বারে ৫৪ লাখ ৮৭ হাজার ১৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের ৮ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৫৪ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×