ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। তবে বেশিরভাগ কোম্পানির দর কমলেও বড় মূলধনী কোম্পানিগুলোর দর ও চাহিদা বৃদ্ধির কারণে দিনটিতে সূচকের পতন ঘটেনি। এদিন দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে দিনটিতে লঙ্কা বাংলা ফাইনান্স, বে´িমকো, তিতাস গ্যাস, বারাকা পাওয়ার ও আরএসআরএম স্টিলের মতো কোম্পানিগুলোর দর ও চাহিদা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৩৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৯৯ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ১ হাজার ৩০৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লঙ্কা বাংলা ফাইনান্স, বে´িমকো, তিতাস গ্যাস, বারাকা পাওয়ার, আরএসআরএম স্টিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এ্যাপোলো ইস্পাত, একটিভ ফাইন, এএফসি অ্যাগ্রো ও আইডিএলসি। দরপতনের শীর্ষে ১০ কোম্পানিগুলো হলোÑ আরএন স্পিনিং, ডাচ্-বাংলা ব্যাংক, আইসিবি ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি ১ম এনআরবি, বিআইএফসি, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড ও ডরিন পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ এ্যাপেক্স ফুটওয়্যার, বে´িমকো, এ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, লঙ্কা বাংলা ফাইনান্স, বিডি থাই, জিপিএইচ ইস্পাত, বে´িমকো ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও পদ্মা ওয়েল।
×