ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার ভারত সফর এপ্রিলে

প্রকাশিত: ০১:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

শেখ হাসিনার ভারত সফর এপ্রিলে

সংসদ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এপ্রিলের প্রথমার্ধ্বে ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসার পর প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এপ্রিলের প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। বিকাল ৫টায় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। প্রায় ৩০ মিনিটব্যাপী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব আসন্ন ভারত সফর ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন। বৈঠক শেষে উপ প্রেসসচিব নজরুল ইসলাম আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতে ভারত সফর ছাড়াও সার্ক ও এ অঞ্চলের কানেক্টিভিটি (যোগাযোগ) আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। জয়শঙ্কর সার্কের বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রী তাঁকে বলেন, সার্ক টিকিয়ে রাখতে হবে। এ লক্ষ্যে সার্কভূক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ সালে বাংলাদেশে প্রথম সফরের পর শেখ হাসিনাকেও দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই সফর গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও তা ঝুলে গিয়েছিল। এরপর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের ঢাকা সফরের সময় চলতি ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে ওই সফরের ইঙ্গিত দেওয়া হলেও তা হয়নি। তবে এর মধ্যে গত অক্টোবরে ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তা দ্বিপক্ষীয় সফর ছিল না।
×