ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে পুত্রর নির্যাতনে আত্মগোপনে বাবা

প্রকাশিত: ০০:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালে পুত্রর নির্যাতনে আত্মগোপনে বাবা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বখাটে পুত্রর চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় অমানুষিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে জীবন বাঁচাতে নিজ বাড়ি ছেড়ে এখন অন্যের বাড়িতে আত্মগোপন করেছে অসহায় বাবা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামের। ছেলের হাতে নির্যাতনের স্বীকার ওই গ্রামের রূপচান তালুকদার (৫৮) পেশায় একজন কাঠ মিস্ত্রী। তিনি জানান, পেশাগত কারনে তাকে বিভিন্ন এলাকায় কাজ করতে হয়। কাজের ফাঁকে নাড়ীর টানে রূপচান মাঝে মধ্যে বাড়ি আসেন। মিস্ত্রী কাজ বন্ধ করে রূপচানের বাড়ি আসা পছন্দ করতো না তার বড় পুত্র রঞ্জন তালুকদার। কারণ কাজ বন্ধ দিলে ওই মাসে তার চাহিদানুয়ায়ী টাকা দিতে পারতো না রূপচান। ফলে রঞ্জন প্রায়ই তার বাবাকে মারধর করে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারী রূপচান কাজ শেষে রাতে বাড়িকে ফিরলে ক্ষুব্ধ রঞ্জন ওই রাতে তার বাবা রূপচানকে খালি গায়ে রশি দিয়ে গোয়াল ঘরের পাশে বেঁধে রাখে। পরেরদিন সকালে রঞ্জন আবারও তার বাবা রূপচানকে শারিরীক নির্যাতন শুরু করলে নির্যাতনের একপর্যায়ে রূপচান দৌঁড়ে পাশ্ববর্তী জীতেন বৈদ্যর বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়রা জানায়, ক্ষুব্ধ রঞ্জন ধাওয়া করে জীতের বৈদ্যর বাড়িতে গিয়ে তার বাবা রূপচানের গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা রূপচানকে ছেলের হাত থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান। এ ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তার অভাবে রূপচান তার এক নিকট আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন।
×