ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিলখানা হত্যা: আপীল শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ০০:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

পিলখানা হত্যা: আপীল  শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার॥ বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা হত্যা মামলায় মৃত্যুদন্প্রাপ্ত ১৫২ আসামির মৃত্যুদন্রে‘অনুমোদন ও আসামিদের আপীলের ওপর শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে হাই কোর্ট। রাষ্ট্রপক্ষ শুনানির জন্য এক মাস সময়ের আবেদন করলে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য ২০১৫ সালে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। ডেপুটি এ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল সাংবাদিকদের বলেন, “আদালত উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলেছিলেন। আসামিপক্ষের যুক্তিতর্কও প্রায় শেষ। ল পয়েন্টে যুক্তিতর্ক কিছু বাকি আছে, সেগুলো শেষ হলে রাষ্ট্রপক্ষে ল পয়েন্টে পাল্টা যুক্তি উপস্থাপন করবেন এ্যাাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×