ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০৩ বছর আগের কবিগুরুর প্রতিষ্ঠিত বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০০:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

১০৩ বছর আগের কবিগুরুর প্রতিষ্ঠিত বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রতিষ্ঠিত নওগাঁর রাণীনগর উপজেলার ভান্ডার গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহি কামতা এসএন (সত্যেন্দ্রনাথ) উচ্চ বিদ্যালয়টি ১০৩ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টি রবীন্দ্র নিদর্শন এবং সমগ্র বাংলাদেশের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্টপোষকতায় তৎকালিন সময়ে দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে বর্তমানে ৫শ’ ৩০জন শিক্ষার্থী পাঠ গ্রহন করে। এর মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৪শ’ জন শিক্ষার্থী স্কুলে উপস্থিত থাকে। বিদ্যালয়ে ১৪জন শিক্ষক ও ৬জন কর্মচারী কর্মরত আছেন। নতুন ও পুরনো মিলে মোট ১৮টি কক্ষের মধ্যে পাঠদান চলে ১০টি কক্ষে। বিদ্যালয়ের মেয়েদের জন্য পুরনো জরাজীর্ণ মাটির কক্ষ কমনরুম হিসাবে ব্যবহার করছে জীবনের ঝুঁকি নিয়ে। বিদ্যালয়ের পক্ষ থেকে এই জরাজীর্ণ কমনরুম বার বার রং ও জোড়াতালি দিয়ে সংস্কার করে ব্যবহার করা হচ্ছে। কখন যে শিক্ষার্থীদের ওপড় ভেঙ্গে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে, তার কোন নিশ্চয়তা নেই। একাধিকবার ওপড় মহলে লিখিত আবেদন করেও আজ পর্যন্ত কোন লাভ হয়নি বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান ।
×