ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ॥ কিলার রানা গ্রেফতার

প্রকাশিত: ২২:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

গাইবান্ধা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ॥ কিলার রানা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনরে সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও ৬ রাউন্ড বুলেটসহ একটি ম্যাগাজিন কাদের খানের বাড়ির উঠোনের আমগাছের নিচে মাটি খুঁড়ে বুধবার গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। এদিকে একইদিনে ঢাকা থেকে পলাতক কিলার আনোয়ারুল ইসলাম রানাকে গ্রেফতার করেছে পুলিশ। সে সুন্দরগঞ্জের ভেলারাকাজির ভিটা গ্রামের মৃত তমসের আলীর ছেলে। ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিল। লিটন কিলিং মিশনে সে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। আজ বৃহস্পতিবার ম্যাজিষ্ট্রেট আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য হাজির করে পুলিশ। এদিকে কাদের খানের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং যে পরিবহনের টিকিট কেটে কিলারদের বগুড়া থেকে ঢাকায় পাঠানো হয়েছিল সে টিকিটেরও কপি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয় চত্বরে সাংবাদিকদের তাৎক্ষনিক এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
×