ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুইশত ফুট বেড়িবাঁধে ভাঙ্গন ॥ জরুরিভাবে মেরামতের দাবি

প্রকাশিত: ২২:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

দুইশত ফুট বেড়িবাঁধে ভাঙ্গন ॥ জরুরিভাবে মেরামতের দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ মাত্র দুইশত ফুট বেড়িবাঁধ মেরামত না করায় ধানখালী ইউনিয়নের পাঁচটি গ্রামের অন্তত আড়াই হাজার পরিবারে জীবন-জীবিকায় বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ৫৪/এ পোল্ডারের হাফেজ প্যাদার হাট সংলগ্ন এলাকায় ( লোন্দায়) এ পরিমাণ বেড়িবাঁধের বিধ্বস্ত দশা হয়েছে। ইতোমধ্যে বাঁধের রিভার সাইটের স্লোপ টিয়াখালীর নদীতে বিলীন হয়ে গেছে। এখন মূল বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। বাঁধের উপরের সড়কও দেবে যাচ্ছে। যানবাহন চলাচলের সময় রাস্তাটি কাপছে। সেখানকার একটি ইনলেট দেবে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়ের জানান, বাঁধটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া হবে।
×