ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলার লালমোহনে ভাংচুরের অভিযোগে গ্রেফতার-১

প্রকাশিত: ২২:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ভোলার লালমোহনে ভাংচুরের অভিযোগে গ্রেফতার-১

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥ ভোলার লালমোহনে বিএনপির নেতাকর্মীদের বাসা বাড়ি হামলা ভাংচুর করা হয়েছে। এ সময় অন্তত ১২ নেতাকর্মীকে মারধর করা হয়। কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা না দিয়ে একটি মামলায় গ্রেফতার করেছে। কয়েক দিনে আগে জেলা বিএনপির সম্মেলনে বিএনপি থেকে আওয়ামী লীগ যোগ দেওয়া নব্য নেতারা এ হামলা চালিয়েছে বলে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে। এসব হামলার জন্য বিএনপির নেতৃবৃন্দ লালমোহন থানার ওসি হুমায়ুন কবিরের অপসারন দাবী জানান। অপর দিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিএনপির সম্মেলনে জের ধরে মেজর হাফিজ ও বিএনপির নেতা আক্তারুজ্জামান টিটর গ্রুপের সাথে কোন্দলের জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা হয়। আওয়ামী লীগের কেউ জড়িত নয়। তারা মিথ্যা অভিযোগ করেছে। অপর দিকে এ ঘটনায় লালমোহন থানার ওসি হুমায়ুন কবির বলেন, তিনি খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন। কিন্তু তারা এ ধরনের কোন ভাংচুরের ঘটনা পায়নি। তবে বিএপির কর্মী যাকে আটক করা হয় তার নামে মামলা থাকায় তাকে চালান দেওয়া হয়েছে।
×