ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরের বনপাড়ায় আফতাব ফিড কোম্পানির কারখানায় অগ্নিকান্ড

প্রকাশিত: ১৯:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নাটোরের বনপাড়ায় আফতাব ফিড কোম্পানির কারখানায় অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের বনপাড়ার মালিপাড়া এলাকায় আফতাব ফিড কোম্পানির একটি কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক পরিমাণ মালামালসহ কাঁচামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবী করেছে। কারখানার শিফট ইনচার্জ জানান, আজ বৃহস্পতিবার সকালের দিকে বড়াইগ্রামের বনপাড়ার মালিপাড়া এলাকার মুরগি ও মাছের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফতাব ফিড কোম্পানির কারখানার কন্ট্রোল রুমের কাছ থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন সেখানে থাকা মালামাল প্যাকিং করার জন্য রাখা চটের বস্তায় লেগে মুহুর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কারখানায় থাকা প্রস্তুতকৃত মালামাল ও ফ্যাক্টরির কাঁচামালসহ প্রায় এককোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবী করেছে।
×