ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হিজাব পরতে বাধা নেই তুরস্কের নারী সেনাদের

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

হিজাব পরতে বাধা নেই তুরস্কের নারী সেনাদের

অনলাইন ডেস্ক॥ সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তুরস্ক সরকার তা তুলে নিয়েছে। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক দেশটির সব সরকারি প্রতিষ্ঠানে হিজাব পরা নিষেধ বলে সংবিধানে উল্লেখ করে দিয়েছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট গত ১০ বছরে তুরস্কের স্কুল, বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক প্রতিষ্ঠান থেকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। জানা যায়, তুরস্কের সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের ধারক হিসাবে দেখা হতো। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীই ছিল দেশটির একমাত্র প্রতিষ্ঠান যেখানে এই নিষেধাজ্ঞা এতদিন বলবৎ ছিল। কিন্তু গত একদশকে তুরস্কের রক্ষণশীল প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, আদালত, পুলিশ বাহিনী সব জায়গাতেই হিজাব পরা যাবে বলে তিনি বলেছেন। এই নিষেধাজ্ঞার আওতায় একমাত্র ছিল সেনাবাহিনী। এখন সরকার রায় দিল সেনাবাহিনীর নারী সদস্যদেরও এখন থেকে হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
×