ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বাংলা ভাষা চর্চা সংরক্ষণ ও আন্তর্জাতিকীকরণে গুরুত্ব দেয়া উচিত’

প্রকাশিত: ০৮:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

‘বাংলা ভাষা চর্চা সংরক্ষণ ও আন্তর্জাতিকীকরণে গুরুত্ব দেয়া উচিত’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সর্বত্র মাতৃভাষার ব্যবহার বাস্তবায়িত হয়নি বরং সেটা নিতান্ত আলোচনার বিষয় হিসেবেই রয়ে গেছে। পৃথিবীর একশ’ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার ওপর গবেষণা হচ্ছে। তারা যদি বাংলাকে এত গুরুত্ব দিতে পারে তাহলে আমরা কেন বাংলাকে সর্বস্তরে ব্যবহার করতে পারি না। বাংলা ভাষা চর্চা, সংরক্ষণ ও আন্তর্জাতিকীকরণে আমাদের গুরুত্ব দেয়া উচিত। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শহীদদের আমার শ্রদ্ধা জানাই কেবল একদিন। কিন্তু সেখানেও শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করা হয় না। শহীদ মিনারে সব ধরনের অনুষ্ঠান হচ্ছে। সেখানে নাটক, মিছিল, সমাবেশ হচ্ছে। আবার সেখানে অনেকেই জুতা নিয়ে মূল বেদিতে উঠছে। এতে ভাষা শহীদদের অবমাননা করা হয়। শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের সব সময় থাকা উচিত। এ সময় শিক্ষক সমিতির নেতারা শহীদ মিনারের মূল বেদির পবিত্রতা রক্ষার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
×