ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছুরি মেরে ব্যবসায়ী হত্যা, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

প্রকাশিত: ০৮:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে ছুরি মেরে ব্যবসায়ী হত্যা, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ছুরিকাঘাতে যুবক ব্যবসায়ী নিহত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ হোটেল কর্মচারী দগ্ধ এবং পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও বিআরটিসির দ্বিতল বাসের ধাক্কায় এক হেলপার মারা গেছে । বুধবার বেলা তিনটার দিকে নিউমার্কেটের চাঁদনি চকের সামনে ছুরিকাঘাতে ফুটপাতের কসমেটিক ব্যবসায়ী খোকন মোল্যা (৩০) নিহত হন। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রেখেছে পুলিশ। ঘটনার সময় বাধা দিতে গিয়ে আহত হয় বাবুল ব্যাপারী নামে আরেক ব্যবসায়ী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত। পাঁচ রেস্তোরাঁ কর্মচারী দগ্ধ ॥ বুধবার সকাল সাড়ে আটটার দিকে থানাধীন মাতুয়াইলের কোনাপাড়ার মমিনবাগ এলাকায় রেড চিলি চায়নিজ রেস্তোরাঁ নামের একটি খাবারের দোকানের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সাততলা ভবনের দ্বিতীয়তলায় থাকা সেই রেস্তোরাঁয় বিস্ফোরণে দোকানের পাঁচ কর্মচারী দগ্ধ হন। এরা হচ্ছেনÑ ফারুক হোসেন (৪২), চাঁন মিয়া (৩৫), মোঃ হারুন (৫০), বিল্লাল হোসেন (৫০) ও খেলানী (১৮)। খেলানীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। অন্য চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসাধীন ফারুক ও চাঁন মিয়ার অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, গ্যাস সিলিন্ডারটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এ জন্য সিলিন্ডারটি ছিদ্র হয়ে পড়ে। আর সেই ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। রেস্তোরাঁ কর্মচারীরা রান্না করার সময় আগুন জ্বালালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ও হেলপারের মৃত্যু ॥ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ট্রাকচাপায় বাবুল পাটোয়ারী (৬০) নামে একজনের মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উত্তর পেয়ারপুর গ্রামে। নিহতের ভাতিজা বদিউল আলম জানান, তারা পশ্চিম মাদারটেক এলাকায় ভাড়ায় থাকেন। সকালে মাদারটেক থেকে ডেমরা যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগে বিআরটিসির দ্বিতল বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৩৭) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়। নিহতের পিতার নাম আবদুল লতিফ তালুকদার। বাড়ি ঢাকার ভাটারা থানাধীন নূরের বাড়ি এলাকায় বসবাস করতেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
×