ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

হকাররা চাইলে সরকারীভাবে বিদেশ পাঠানো হবে

প্রকাশিত: ০৮:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

হকাররা চাইলে সরকারীভাবে বিদেশ পাঠানো হবে

সংসদ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, হকারদের আবেদন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারী, বেসরকারী সংস্থায় কেউ চতুর্থ শ্রেণীর পদে চাকরি করতে আগ্রহী হলে সে বিষয়েও ঢাকা সিটি কর্পোরেশন সহায়তা করবে বলে সিদ্ধান্ত রয়েছে। বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য ইস্রাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত খালি জায়গায় হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মাঠ পর্যায় জরিপ করে গুলিস্তান, মতিঝিল এলাকায় দুই হাজার ৫০২ হকারের তালিকা তৈরি করা হয়েছে। যার হালনাগাদ কাজ চলছে। হকারদের পুনর্বাসনে বিদেশে পাঠানোর পরিকল্পনার পাশাপাশি সরকারী-বেসরকারী সংস্থায় কেউ চতুর্থ শ্রেণীর পদে চাকরি করতে আগ্রহী হলে সে বিষয়েও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহায়তা করবে মর্মে সিদ্ধান্ত রয়েছে।
×