ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচনা করে নির্বাচন অনুষ্ঠানের পথ বের করতে হবে ॥ বার্নিকাট

নির্বাচনকালীন সরকার পদ্ধতি বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করলেন খালেদা

প্রকাশিত: ০৮:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচনকালীন সরকার পদ্ধতি বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করলেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। খালেদা জিয়া এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। বার্নিকাট বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে হবে। আলোচনায় নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যে প্রস্তাব তৈরি করছে তাও স্থান পায়। বিকেল পৌনে পাঁচটা থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সাক্ষাত অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও দুইদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নজরুল ইসলাম খান ও রিয়াজ রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্নিকাট বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করা একজন রাষ্ট্রদূত হিসেবে এটা আমার দায়িত্ব। সম্প্রতি আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছি। এরই ধারাবাহিকতায় আমি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছি। ২৭ মার্চ হাজির না হলে খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ॥ যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা ছুড়ে মানুষ হত্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ২৭ মার্চ হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করবে বলে জানিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
×