ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিযবুত কানেকশন

ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৮:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সামনে থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত শিক্ষার্থীর নাম সাজিদ বিন আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসীমউদদীন হলের ছাত্র হলেও থাকতেন ক্যাম্পাসের বাইরে। আটক সাজিদ আগেও হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ মাস কারাগারে ছিলেন। বিশ^বিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ এম আমজাদ আলী জনকণ্ঠকে বলেন, হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। তার কাছে হিযবুত তাহরীরের লেখা বিভিন্ন ধরনের ফটোকপি পাওয়া গেছে। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। একাত্তর টেলিভিশনে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ নিয়ে প্রকাশিত ফুটেজে যে তিনজনকে দেখা গেছে সে তাদের একজন বলেও জানান তিনি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মামলার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
×